1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লাকে এগিয়ে নিতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন- অর্থ মন্ত্রী লোটাস কামাল - Dainik Cumilla
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক কুমিল্লা আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল মতিনের প্রথম জানাজায় মুসল্লিদের ঢল ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)’র ইফতার মাহফিল সম্পন্ন মনোহরগঞ্জের বিপুলাসারে চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা কুমিল্লায় বিজিবি’র অভিযানে ১ কোটি ১৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ নাঙ্গলকোটে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা শ্রীঘরে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। যারা লুটপাট করছে তাদের কথা আসছে না -বরকত উল্লাহ বুলু কুমিল্লায় বিজিবি’র অভিযানে ৩৪ লক্ষ টাকা মূল্যের অবৈধ ভারতীয় বাজি জব্দ নামাজ পড়তে বের হয়ে লাশ হয়ে ফিরল কিশোর

কুমিল্লাকে এগিয়ে নিতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন- অর্থ মন্ত্রী লোটাস কামাল

  • প্রকাশিতঃ শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭১৯ বার পঠিত
কুমিল্লাকে এগিয়ে নিতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন- অর্থ মন্ত্রী লোটাস কামাল
তাপস চন্দ্র সরকার ।। অর্থ মন্ত্রণালয়ের মাননীয় অর্থ মন্ত্রী আ হ ম লোটাস কামাল এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক যৌথভাবে শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার লালমাইয়ে “নলেজ পার্ক” এট ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
প্রধান অতিথি অর্থ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন- স্মার্ট কর্মসংস্থানের মাধ্যমে এ প্রজেক্ট হতে অনেক বেশি লাভবান হবেন। কুমিল্লা একসময় অনেক সুমান ছিলো এখনো ভালো আছে। কুমিল্লাকে এগিয়ে নিয়ে যেতে সকলে সহযোগিতা প্রয়োজন। ঘাঁটি মুসলমান হলে দেশপ্রেম থাকতে হবে। কুমিল্লার ছেলে-মেয়েরা খেলাধুলা ও লেখাপড়া থেকে শুরু করে কর্মজীবনেও ভালো করছে। ৩৫তম অবস্থানে চলে এসেছে বাংলাদেশ। তিনি বলেন- প্রত্যেক মানুষকে ভালো কাজ করতে হবে। আসুন, আত্মীয়-স্বজন ও পাড়াপ্রতিবেশিকে যার যার সাধ্যমত সাহায্য সহযোগিতা করে ভালো কাজের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। তিনি আরও বলেন- আমি (লোটাস কামাল) যখন লেখাপড়া করেছি, তখন আপনাদের সাহায্য নিজেই লেখাপড়া করেছি।
সভাপতির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন- প্রকল্পটি ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য এবং ২০৪১ সালের মধ্যে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের লক্ষ্যকেও এগিয়ে নিয়ে যাবে। আমি আশা করছি এরফলে উদ্যোক্তা বিকাশ ও নতুন উদীয়মান প্রযুক্তিতে সক্ষমতা তৈরিতে সহায়তা করে বাংলাদেশে আইটি শিল্প এবং আইটি-সক্ষম পরিষেবার প্রচারে অনেক দূর এগিয়ে যাবে। একইসঙ্গে ইন্টারনেট, মেশিন লার্নিং, রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, বর্ধিত বাস্তবতা এবং অন্যান্য উন্নত ও অত্যাধুনিক বিষয়ে বিকাশ ঘটবে। আইটি পার্কগুলো প্রযুক্তিগতভাবে দক্ষ জনশক্তিকে লালন-পালন করবে, যা আমাদের অর্থনীতির দ্রুত বৃদ্ধি এবং বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন- প্রতিটি পার্ক তিন হাজার  লোকের জন্য সরাসরি কর্মসংস্থান সৃষ্টি করবে এবং প্রতি বছর এক হাজার জনকে প্রশিক্ষণ দেবে।
ওই অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- অর্থ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএ, এমপি এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- তথ্য ও  প্রযুক্তি বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ মোস্তফা কামাল, কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপপরিচালক, স্থানীয় সরকার, কুমিল্লা (অতিরিক্ত দায়িত্ব) পঙ্কজ বড়ুয়া, কুমিল্লা পুলিশসুপার আবদুল মান্নান (বিপিএম বার) এবং স্বাগত বক্তব্য রাখেন- বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ মহাপরিচালক (গ্রেড-১) এর এনডিসি জি এস এম জাফরুউল্লাহ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন- জেলা পর্যায়ে আইটি/হাই-টেক পার্ক স্থাপন (১২টি জেলায়) প্রকল্পের প্রকল্প পরিচালক এ, কে, এ, এম ফজলুল হক। এ সময় উপস্থিত ছিলেন- সরকারি কর্মকর্তা, স্থানীয় নেতা-কর্মী, আইটি পেশাজীবী, নারী উদ্যোক্তা, জেলা ও উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
জানা যায়- নলেজ আইটি পার্কটি ভারত সরকারের লাইন অব ক্রেডিটের অধীনে বাংলাদেশের ১২টি জেলায় আইটি বা হাই-টেক পার্ক স্থাপনের প্রকল্পের অংশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD