1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
দাদা পীর হজরত শাহ্ আবদুল্লাহ্ ক্বাদেরী গাজীপুরী (রহঃ) - Dainik Cumilla
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক কুমিল্লা আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল মতিনের প্রথম জানাজায় মুসল্লিদের ঢল ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)’র ইফতার মাহফিল সম্পন্ন মনোহরগঞ্জের বিপুলাসারে চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা কুমিল্লায় বিজিবি’র অভিযানে ১ কোটি ১৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ নাঙ্গলকোটে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা শ্রীঘরে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। যারা লুটপাট করছে তাদের কথা আসছে না -বরকত উল্লাহ বুলু কুমিল্লায় বিজিবি’র অভিযানে ৩৪ লক্ষ টাকা মূল্যের অবৈধ ভারতীয় বাজি জব্দ নামাজ পড়তে বের হয়ে লাশ হয়ে ফিরল কিশোর

দাদা পীর হজরত শাহ্ আবদুল্লাহ্ ক্বাদেরী গাজীপুরী (রহঃ)

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ৪২৮ বার পঠিত

মোহাম্মদ রুহুল আমিন সাবের সোবহানী আলক্বাদেরী।

আদম সন্তান বা বণী আদমের মধ্যে বিরল সংখ্যক বান্দাহগণ সম্পর্কে আল্লাহ্তায়ালা কোরআনুল করীমে ঘোষণা দিচ্ছেন, “আলা ইন্না আউলীয়া আল্লাহে লা খাউফুন আলাই-হিম ওয়ালাহুম ইয়াহ্যানুন।” অর্থ ঃ নিশ্চয়ই আমার প্রিয় বান্দাহ আউলীয়াগণের কোন ভয় নেই এবং না আছে তাদের কোন পেরেশানী। আউলীয়াগণের জীবনগাঁথার কাজটি যিনি মুসলিম বিশ্বেও জন্য প্রথম শুরু করে গেছেন তিনি হজরত শায়খ্ ফরিদউদ্দীন আত্তার (রঃ) পারস্যে যাঁর স্মৃতিতপৃনের জন্য জাতীয়ভাবে বিখ্যাত গবেষণাগার রয়েছে। নবুয়তের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ পয়গম্বর হজরত মুহাম্মদ মোস্তফা (সাঃ) এঁর নবুয়ত কালে আল্লাহ্তায়ালা ঘোষণা দিলেন “ইন্নাদীনা ইন্নাদাল্লাহিল্ ইসআম” অর্থ ঃ আজকের এই দিনে ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম। খাতামান নবুয়তের সাইয়্যেদুল মুরসালীন হজরত মুহাম্মদ মোস্তফা (সাঃ) কর্তৃক প্রতিষ্ঠিত দ্বীন ইসলামের শিক্ষা, দিক্ষা ধারার আবহমান প্রচলন নিখুঁত-নিষ্ঠার অনুশীলন হয়ে আসছে আমাদের মাঝে বিশিষ্ট বান্দাহ ওলী-আবদালগণের মাধ্যমে। মানবের গোপন রহস্য উদঘাটন করে পরকৃষ্ট উন্নতির মার্গে পৌছে দিতে হলে যে তাদিবখানা বা শিক্ষা প্রতিষ্ঠান দরকার তা হলো সূফী,ওলী – আবদাল,পীর-মুর্শিদ আস্তানা বা খান্কা শরীফ। সুলতানুল কুমিল্লা হজরত মাওলানা শাহ্ সূফী ক্বারী হাফেজ আবদুল্লাহ্ আলক্বাদেরী গাজীপুরী (রঃ) এমনই একজন ওলী ও মুর্শিদ যাঁর পদচারণায় সুলতানুল বাংলা হজরত শাহ্জালাল ইয়েমেনীর উচ্চারিত “কুহু মিলা” শব্দের এই কুমিল্লা শহর আল্লাহর রহমতের চাদরে আচ্ছাদিত হয়ে ধন্য। সুউচ্চ ও সুসম্মানিত ত্বরিকায়ে ক্বাদেরীয়ার নিসবতের স্বর্গীয় ফোয়ারায় প্লাবিত হজরত শাহ্ হাফেজ আবদুল্লাহ্ আলক্বাদেরী গাজীপুরী (রঃ) ভারতবর্ষের গাজীপুর নামক স্থানে মশহুর নবাব খান্দানে জন্ম গ্রহণ করেন। তিনি বৃদ্ধ বয়সের দিকে কুমিল্লা শহরে দারোগাবাড়ীতে সর্বপ্রথম আসেন।

হজরতের জীবনীর প্রথম সংস্করণ ১৯৭৮ সালে কুমিল্লা কাটাবিল মুন্সিবাড়ীর শ্রদ্ধেয় মরহুম মগফুর মাওলানা মকবুল আহম্মদ সাহেব (যিনি কুমিল্লা শাহপুর দরবার শরীফের প্রতিষ্ঠাতা মোজাদ্দেদে জামান হজরত মাওলানা শাহ সূফি ক্বারী গাজী শায়খ সাইয়্যেদ আবদুস সোবহান আল-ক্বাদেরী (রহঃ) প্রথম সারির মুরিদ) কর্তৃক প্রকাশ করা হয় এবং অদ্যাবধি আলা হজরত গাজীপুরী (রঃ) এঁর কতিপয় বিশিষ্ট ভক্তজন ওই বইটি পুনরায় প্রকাশ করে। হজরতের জীবনী গ্রন্থটি পাঠ করলে তাঁর ইবাদত, রেয়াজত, সাধনা, নসিহত, উলফত, শরীয়তের পাবন্দি, কারামত সম্পর্কে জানা যাবে। তাই তা উল্লেখ থেকে বিরত থাকলাম। হজরত শাহ্ হাফেজ আবদুল্লাহ্ আলক্বাদেরী গাজীপুরী বলতেন,‘ হজরত সাইয়্যেদ শাহ্ জকিউদ্দীন (রঃ) এঁর ন্যায় হাজত রওয়া আমি আর দেখি নাই’। আলা হজরত গাজীপুরী শ্যামপুর দায়রা শরীফের জিন্দাপীর হজরত সাইয়্যেদ শাহ্ জকিউদ্দীন (রঃ) মাজার জিয়ারত করার উদ্দেশ্যে সেখানে তশরিফ নেন। এক নাগারে ৩ দিন সেখানে অবস্থান নেয়ার পর হজরত শাহ্ জকিউদ্দিন (রঃ) এঁর সাক্ষাত লাভে ব্যর্থ হন। একদিন তিনি হজরত শাহ্ জকির (রঃ) মাজারে উপস্থিত হয়ে বললেন, ইয়া হজরত শাহ্ জকিউদ্দীন আমি একজন মেহমান হিসেবে আপনার দরবারে হাজির হয়ে ৩ তিন পর্যন্ত চেষ্টার পর আপনার দশৃন লাভ করতে পারিনি। আমি আপনার দরবারে মেহমান তাই মেহমানের সাথে দেখা না দেয়া সুন্নাতের খেলাফ এবং আপনার দর্শন লাভ ছাড়াই আমি নিজ স্থানে ফিরে যাব। এ কথা বলার পর আলা হজরত গাজীপুরী দরবার শরীফে নিজ কক্ষে শয়ন করার অভিপ্রায়ে যখন প্রস্তুতি নিচ্ছিলেন তখন দেখেন হজরত শাহ্ জকিউদ্দীন (রঃ) আলা হজরত গাজীপুরীর ঠিক বুকের উপরে হাজির হয়ে আস্সালামু আলাইকুম বলে সালাম জানালেন আলা হজরত গাজীপুরী অচমকিত হয়ে খাট থেকে নেমে হজরত শাহ্ জকির সালামের উত্তর দিলেন। তিনি দীর্ঘক্ষণ যাবত শাহ্ জকিকে ধরতে টেষ্টা করেও অপারগ হন । এক পর্যায়ে হজরত শাহ্ জকিউদ্দীন (রঃ) তাঁর মাজার শরীফের অভ্যন্তরে প্রবেশ করেন এবং আলা হজরত গাজীপুরী ও মাজারের কাছে যান এবং উভয়ের মাঝে তখন অনেক কথোপকথন হয়। হজরত শাহ্ জকিউদ্দীন (রঃ) হজরত শাহ্ হাফেজ আবদুল্লাহ্ আলক্বাদেরী গাজীপুরীকে দরবার সংলগ্ন পুকুরে ওজু করে আযান দিতে বলেন আর এ কথাও বলেন যে আমি আপনার আযান শুনতে খুব আকাঙ্খিত।

তিনি আযান দিলেন। শাহ্ জকিউদ্দীন (রঃ) ছোট শাহজাদাকে আলা হজরত গাজীপুরী বললেন, আপনার আব্বা হুজুর এখন থেকে শামপুর দায়রা শরীফে বাইয়াতের দায়িত্বপূর্ণ কাজটি যেন আপনারা আরম্ভ করেন এ কথা আমাকে বলে দিয়েছেন। আমি (লেখক) যখন শামপুর দায়রা শরীফে গিলাপ নজরানা সহ জেয়ারতে গেলে দরবারের সাজ্জাদানশীন পীরজাদা হেসাইনি মহোদয়ের সাথে আলোচনাকালে জানতে পারি যে, আমার দাদা পীর শাহ্ হাফেজ আবদুল্লাহ্ আলক্বাদেরী গাজীপুরী (রঃ) চালের গুরার রুটি আর ফল্লি মাছের কোপ্তা পছন্দ করতেন। আলা হজরত গাজীপুরী (রঃ) ভারতের সুপ্রসিদ্ধ সূফি সাধক হজরত শাহ্ মোহাম্মদ মোরাদে আলম (রঃ) মুরিদ। হজরতের পীর আল্লাহ ও রাসূল (সাঃ) কে নিয়ে উচ্চ স্তরের ক্বাসিদা রচনা করেছেন যা দিওয়ানে মুরাদ নামে খ্যাত। একটি পাখি আকাশের উড়তে হলে যেমন তার ২ টি ডানা সক্রিয় থাকলে উড়তে পারে হজরত শাহ্ হাফেজ আবদুল্লাহ্ আলক্বাদেরী গাজীপুরী (রঃ) শরীয়তের পূর্ণ অনুসরণ ও মারেফতের গোপনতত্তে¡ প্রাজ্ঞ এ দুটি ডানায় বিচরণ করেছেন। আলা হজরত গাজীপুরীর এমন কতিপয় ভক্ত-মুরিদ ছিলেন যাঁরা যুগের স্বাক্ষী হিসেবে বেলায়েতের দিকচক্রবালে উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তাঁদের স্ব-স্ব আস্তানা দেশের বিভিন্ন স্থানে বিশাল দরবার হিসেবে আজও প্রতিষ্ঠিত। ভক্ত ও মোতেকাদ্বীনগণ সৃষ্টি ও স্রষ্টার মাঝে আবদিয়াত তাজা রাখতে রিতীমত কোরআন-সুন্নাহর প্রদর্শিত পথে ইসলামকে আকড়ে রেখেছেন। শাহ্ হাফেজ আবদুল্লাহ্ আলক্বাদেরী গাজীপুরী (রঃ) এসকল আওলীয়া মুরিদগণের মধ্যে সর্বপ্রথম প্রধান নাম পীরে পীরা মীরে মীরা কুমিল্লা শাহপুর দরবার শরীফের প্রতিষ্ঠাতা মোজাদ্দেদে জামান হজরত মাওলানা শাহ সূফি ক্বারী গাজী শায়খ সাইয়্যেদ আবদুস সোবহান আল-ক্বাদেরী (রহঃ) যিনি এ লেখক হাকীর পীর-মুর্শিদ। এই দ্বীনি আত্মীক সম্পর্কতায় আলা হজরত গাজীপুরী (রঃ) আমার দাদা পীর কেবলা। হজরত আবু ইসাক ইব্রাহিম শায়বানী (রঃ) বলেছেন, “যে মুরিদ পীরের খেদমত ছাড়িয়া দেয় সে একদিন মিথ্যা দাবীতে মিথ্যা দাবিতে জড়াইয়া পরে। তিনি খেদমতের ব্যাখ্যায় বলেছেন পীরের শিখানো উসূল রিতী নিতী ভুলে যায়। আলা হজরত গাজীপুরী দাদার লামকানামাতিল ওরস্ রজনী এ হোক আমাদের নজরানা –

তৌহিদের পাক সরাব পিয়ে নবী প্রেমে যাঁদের মত্তহাল
পর্দানশী খোদাকে পেতে নবীর কদমে দেয় জান ও মাল
ঐ মোমিনদের নামের পরে দুনিয়াবাসী নাইবা দিল শ্রদ্ধার তুরি
কি আসে যায় তাঁদের তরে পাক কালামেই বিজয় তাদের লেখা আছে ভুরিভুরি
পন্ডিত সাজি নিজের মতে ছেড়ে দিয়ে সাহাবি আর ওলীর কাজ
লোভ লালসার পশুটাকে লুকিয়ে রেখে পড়েছি যে ধর্মেও সাজ
অপরাধের কাল নাগিনীর ফণা আছে সুধু সময় দরকার দংশনের
তৌবা দিয়ে ওজু করে অনুশোচনার আগুন জ্বালবো মনে
গাজীপুরী আর সোবহানের ত্যাগের কামাই খাইছি শুধু বসে আজ।

 

 

লেখক পরিচিতিঃ

হজরত শাহ্‌ আবদুল্লাহ্‌ আলক্বাদেরী গাজীপুরী (রহঃ) এঁর নাতী মুরিদ

ও আরেফে রাব্বানী শাহ্‌ আবদুস সোবহান রিসার্চ সোসাইটি কুমিল্লা এর প্রতিষ্ঠাতা।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD