1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লা পুরো জেলায় নতুন ডেঙ্গু শনাক্ত ২২ জন,নগরীতে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা নগরীর ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় ছাত্র আন্দোলনে গুলি চালানো শুটার ফাহিমসহ বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেপ্তার কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর গুলি করা সেই ফাহিম গ্রেফতার

কুমিল্লা পুরো জেলায় নতুন ডেঙ্গু শনাক্ত ২২ জন,নগরীতে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু

  • প্রকাশিতঃ শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ১৪৯ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, কুমিল্লা নগরীতে স্থানীয় ভাবে ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া গেছে গাংচর, সুজানগর, হাউজিং এস্টেট, দক্ষিণ চর্থা, থিরাপকুর পাড় ও বাঁগিচাগাও এলাকা। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আজিজুর রহমান সিদ্দিকি জানান, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৪৬ জন ডেঙ্গু আক্রান্ত চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে পুরুষ ৩৪ জন, নারী ১০ জন এবং শিশু ২ জন। শনিবার নতুন রোগী ভর্তি হয়েছেন ৮ জন।

এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্র মতে, শনিবার পুরো জেলায় নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ২২ জন, এর মধ্যে ১৮ জন হাসপাতাতে ভর্তি হয়েছেন। জেলায় বিভিন্ন সরকারি হাসপাতালে ৭৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার জানান, ডেঙ্গু প্রতিরোধে পুরো জেলায় কার্যক্রম চলমান আছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে ডেঙ্গু চিকিৎসা দেয়া হচ্ছে। সাধারণ মানুষও ডেঙ্গু পরীক্ষায় আগ্রহী।

তিনি আরো জানান, মশক নিধনের ঔষধ ছিটানোর জন্য কুমিল্লা সিটি কর্পোরেশনকে চিঠি দেয়া হয়েছে। এছাড়া বিভিন্ন উপজেলা প্রশাসনকেও সতর্ক করা হয়েছে।

কুমেক পরিচালক জানান, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপতালে যেমন ডেঙ্গু রোগের চিকিৎসার জন্য আলাদা ইউনিট করেছি । তেমনি বহির্বিভাগে আলাদা ডেঙ্গুর জন্য আলাদা পরামর্শ কেন্দ্র খুলেছি। রবিবার থেকে যারাই জ্বরে আক্রান্ত কিংবা ডেঙ্গু সন্দেহে থাকবেন তারা ওই পরামর্শ কেন্দ্রে কথা বলতে পারবেন।

কুমিল্লা নগরীতে ছাড়াও বিভিন্ন উপজেলা থেকেও ডেঙ্গু শনাক্ত হবার খবর পাওয়া গেছে। এর মধ্যে দাউদকান্দি, মেঘনা, চান্দিনা, বরুড়াসহ মোট ৮ উপজেলায় ডেঙ্গু শনাক্তের খবর পাওয়া গেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD