1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় একদিনে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২৬ - Dainik Cumilla
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

কুমিল্লায় একদিনে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২৬

  • প্রকাশিতঃ বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ২৮৬ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লা ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। হাসপাতালে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। বুধবার ডেঙ্গু জ্বর নিয়ে ২৬ জন ভর্তি হয়েছেন কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে। বর্তমানে এই হাসপাতালে ৪০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, গত কয়েকদিন ঢাকা ও চাঁদপুর থেকে আক্রান্তরা কুমেকে চিকিৎসা নেন। এখন কুমিল্লা থেকেই আক্রান্ত হচ্ছেন। তারাও ভর্তি হচ্ছেন হাসপাতালে।

কুমিল্লা থেকে আক্রান্তদের মধ্যে দাউদকান্দি উপজেলার ২ জন, বরুড়া উপজেলা থেকে ২ জন, নাঙ্গলকোট থেকে ৩ জন, লাকসাম থেকে ১ জন, চান্দিনা থেকে ৪, বুড়িচং থেকে ১ জন, মুরাদনগর থেকে ১ জন ও সদর দক্ষিণ থেকে ১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে কুমেকে চিকিৎসা নিচ্ছেন। এই ১৫ জন কুমিল্লায় আক্রান্ত হয়েছেন। বাকি ২৫ জন ঢাকা ও চাঁদপুর থেকে আক্রান্ত হয়েছেন। মোট ৪০ জন ডেঙ্গু আক্রান্ত কুমেকে চিকিৎসা নিচ্ছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, ‘গতকাল মঙ্গলবার পর্যন্ত কুমেকে ২৬ চিকিৎসা নেয়। তার মধ্যে ৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বুধবার ২৬ জন নতুন আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।

ডা. আজিজ আরও জানান, ডেঙ্গুরোগীর চিকিৎসা ব্যবস্থাপনায় আমরা দুটি কমিটি করেছি। একটি প্রশাসনিক আরেকটি চিকিৎসকদের জন্য। এখানে ডেঙ্গু রোগীর জন্য বেড বাড়িয়ে ৭০টি করা হয়েছে। পুরুষ রোগীদের জন্য ৪০, নারী রোগীর ২০ এবং শিশুদের জন্য ১০টি।

কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন নিসর্গ মেরাজ চৌধুরী জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্তদের সঠিক সেবা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের নির্দেশনা দেয়া হয়েছে। ডেঙ্গু কর্নার খোলা হয়েছে। পর্যাপ্ত ওষুধ রয়েছে। এখন মশার আবাসস্থল ধ্বংস করতে হবে। সর্বোপরি ডেঙ্গু প্রতিরোধে সকলের সম্মিলিত সচেতনতা প্রয়োজন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত কুমিল্লায় ২১৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। যার মধ্যে ১৭৩ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর রেকর্ড নেই।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD