নেকবর হোসেন :
কুমিল্লার লাকসাম গত ২১ জুন সন্ত্রাসী হামলায় আহত পৌরসভা ছাত্রলীগের সহ-সভাপতি অনিক ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। লাকসাম পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাইফ খান স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত একুশে জুন লাকসাম পৌরসভায় সুরক্ষা হাসপাতালের সামনে ছাত্রদল ও যুবদলের বেশ কয়েকজন নেতা কর্মী অনিককে মারধর করে। আহত অনিকের অবস্থা আশঙ্কা জনক হলে তাকে কুমিল্লা থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। ঢাকার এবার কি আর হাসপাতালে সাত দিন আইসিওতে থাকার পর বুধবার রাত সাড়ে আটটার দিকে অনিক মৃত্যু বরণ করেন। এর আগে ওই মারামারির ঘটনায় ছয়জনকে আসামি করে লাকসাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ আহমেদ বলেন, ছাত্রলীগ নেতা অনিক মারা গেছে বলে শুনেছি। বিষয়টি নিশ্চিত হবার চেষ্টা করছি।