1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে - এমপি বাহার - Dainik Cumilla
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে – এমপি বাহার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১৭০ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লা আদর্শ সদর উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সিলিং ফ্যান বিতরণ করেছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।

মঙ্গলবার দুপুরে কুমিল্লা নগরীর নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ আমিনুল ইসলাম টুটুল এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট হোসনেয়ারা বকুল, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার।

আদর্শ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক শিকদারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার অতিরিক্ত উপ পরিচালক মো. বেলায়েত হোসেন৷কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবুল বাশার প্রমুখ।

অনুষ্ঠানে ৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫০টি এবং ৫১টি মাধ্যমিক বিদ্যালয়ে ২৫০টি সিলিং ফ্যানসহ মোট ৫০০টি সিলিং ফ্যান বিতরণ করা হয়। তাছাড়া একই অনুষ্ঠান শেষে আদর্শ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে তিন লাখ ৩৮ হাজার টাকার বীজ ও রাসায়নিক সার প্রণোদনা হিসেবে বিতরণ করা হয়।

এমপি বাহার বলেন স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতি ঐক্যবদ্ধ থাকলে দেশের উন্নয়ন কেউ বাধাগ্রস্ত করতে পারবেনা তিনি আরো বলেন একমাত্র শেখ হাসিনার কাছেই প্রিয় মাতৃভূমি নিরাপদ। তিনিই অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছেন কেউ কল্পনাও করেনি বাংলাদেশে পদ্মা সেতু মেট্রোরেল এলিভেটেড এক্সপ্রেস ওয়ে সহ এত উন্নয়ন হবে। সুতরাং শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

কুমিল্লার প্রসঙ্গে এমপি বাহার বলেন কুমিল্লায় একসময় চাঁদাবাজি ছিল সিমেন্টের দোকানের সামনে হোন্ডা নিয়ে বসে থাকতো চাঁদাবাজেরা। সেই কুমিল্লাকে চাঁদাবাজ মুক্ত করেছি সন্ত্রাস মুক্ত করেছি চাঁদাবাজির বিচারে কখনো আপস করেনি চাঁদাবাজির কারনে আমার অনেক প্রিয় কর্মীকেও জেলে পাঠিয়েছি। কোন আপস করেনি কুমিল্লার সাধারণ মানুষের স্বার্থে। যারা বাংলাদেশ মানেনা স্বাধীনতাকে বিশ্বাস করেনা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD