অদ্য-০৬/০৬/২০২৩ ইং হাইওয়ে কুমিল্লা রিজিয়নের দাউদকান্দি হাইওয়ে থানার এসআই/মোঃ রনজু সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দুপুর অনুমান ১৪.৩০ ঘটিকার সময় কুমিল্লা জেলার দাউদকান্দি মডেল থানাধীন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বলদাখাল নামকস্থানে ঢাকামুখী লেনে ঢাকাগামী সিডিএম পরিবহনের যাত্রীবাহি বাস নং-ঢাকা মেট্রো-ব-১৪-৫৫৯৩ এর যাত্রী ১। মোঃ সাকিল (২৫), পিতা-কামাল হোসেন, সাং-মানরা, ২। বিলকিছ আক্তার (৩৫), পিতা-মো খলিল, সাং-মানরা, উভয় থানা-ব্রাক্ষনপাড়া, জেলা-কুমিল্লা’দ্বয়কে তল্লাশী করে তাদের হেফাজত হতে ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাদেরকে আটক করা হয়। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন হাইওয়ে কুমিল্লা রিজিয়ন এর পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।