শামীম রায়হান॥
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ বিভাগীয় পর্যায়ের (চট্টগ্রাম) সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় লোক সংগীত প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে শ্রেয়া কর্মকার চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন। শ্রেয়া কর্মকার কুমিল্লার দাউদকান্দি আদর্শ(পাইলট)উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর শিক্ষার্থী ও উপজেলার দাউদকান্দি বাজার স্বর্ন ব্যবসায়ী কমিটির সহ-সভাপতি ও পৌর সদরের সাহাপাড়া গ্রামের দীপক কর্মকারের কন্যা। শ্রেয়া ক্রমান্বয়ে উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম হয়ে বিভাগীয় পর্যায়েও চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান লাভ করে। তার লক্ষ্য অনুযায়ী জাতীয় পর্যায়েও এর সাফল্য ধারাবাহিকতা বজায় রাখতে সে সকলের কাছে দোয়া প্রার্থী৷
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে গত সোমবার(২৯ মে) চট্টগ্রাম কলেজের শহীদ অবনী মোহন দত্ত অডিটোরিয়ামে বিভাগীয় পর্যায়ের (চট্টগ্রাম) প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমান (এনডিসি)। চট্টগ্রাম অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশি.বিভাগের পরিচালক (ভা.) ড. গাজী গোলাম মাওলার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোজাহেদুল ইসলাম ও চট্টগ্রাম অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশি. বিভাগের উপ পরিচালক (মাধ্যমিক) দেবব্রত দাশ।
এ কৃতিত্বের জন্য তার শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলী, অভিভাবক, সহপাঠী ও শুভাকাঙ্খীদের দোয়া, উৎসাহ, অনুপ্রেরণার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন৷