শামীম রায়হান॥ “শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মহিলা সংস্থার মাধ্যমে চালু হওয়া দাউদকান্দি উপজেলায় তথ্য আপা কেন্দ্রর আয়োজনে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৪ মে) দুপুরে দাউদকান্দির জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূঁইয়া।তিনি বলেন, সরকারের অত্যন্ত সফল এক পদক্ষেপ এই তথ্য আপা কেন্দ্র, বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া নারীদের নতুন উদ্যোমে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে অত্যন্ত সহায়ক এক প্লাটফর্ম উপজেলা তথ্যকেন্দ্র।
উপজেলা নির্বাহী অফিসার মো. মহিনুল হাসানের সভাপতিত্বে ও তথ্য সেবা কর্মকর্তা আয়শা খাতুনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেগম মাহমুদা ভূঁইয়া,দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন,গোয়ালমারী ইউপি চেয়ারম্যান মান্নান প্রধান,জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজর অধ্যক্ষ মোঃ শরীফুল ইসলাম,উপাদক্ষ্য শাহ আলম ভূইয়া প্রমূখ।