সাকলাইন যোবায়ের।।
কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ ডিজিটাল যুগে প্রবেশ করেছে। আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে ভোট দিয়ে আবারও জয়যুক্ত করলে বাংলাদেশ স্মার্ট যুগে প্রবেশ করবে। কুমিল্লার মানুষ আরও আধুনিক হবে।
শনিবার দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবির বাজার হাই স্কুল মাঠে আয়োজিত স্থানীয়দের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, আমাদের সন্তানরা পাঠ্যপুস্তকে পড়ে এ তে আপেল, বি তে ব্যাট, সি তে ক্যাট। শেখ হাসিনাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে আমেরিকার পরেই বাংলাদেশ স্থান হবে। তখন পড়বে এ তে আমেরিকা, বি তে বাংলাদেশ, সি তে কুমিল্লা। তাই স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে।
এরআগে দুপুরে তিনি বিবির বাজার স্থলবন্দর রোড সংস্কার কাজ উদ্বোধন, অরন্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন এবং বিবির বাজার হাইস্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত ভবন উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন- কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ড. কাজী আবুল বাসার, জগন্নাথপুর ইউনিয়ন চেয়ারম্যান মামুনুর রশিদ
বলেন, জগন্নাথপুর ইউনিয়নের মানুষ সবকিছু পেয়েছে। কোন কিছুর অভাব নেই আমাদের জগন্নাথপুর ইউনিয়নে। একজন এমপি বাহার দরকার যে নাকি কুমিল্লাকে এগিয়ে নিয়ে যাবে। আপনারা এমপি বাহার ভাইয়ের জন্য দোয়া করবেন। এমপি বাহার ভাই সুস্থ থাকলে কুমিল্লা ভাল থাকবে।