1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
র‌্যাব ও পুলিশ কর্তৃক যুবলীগ নেতা জামাল হত্যায় ব্যাবহৃত পিস্তল ও গুলিসহ আরও ৩জন গ্রেপ্তার - Dainik Cumilla
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কুবিতে আলোচনা সভা মুরাদনগরে গণঅভ্যুত্থানে নিহত পাঁচ শহীদের কবরে প্রশাসনের শ্রদ্ধা কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‌্যালী ব্রাহ্মণপাড়ায় সমাজসেবার ক্ষুদ্রঋণ পেলেন ২৬ জন সুবিধাভোগী ব্রাহ্মণপাড়ায় খুন্তি পুড়িয়ে দুই শিশুর শরীরে ছ্যাঁকা দিলো আপন মা নিষিদ্ধ ঘোষণার পরও ক্যাম্পাসে ছাত্রদল- শিবিরের রাজনীতি ফেরাতে মরিয়া কুবি প্রশাসন! কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধ নিবেদন নাঙ্গলকোট পৌরসভা বিএনপি’র সকল ওয়ার্ড কমিটি হস্তান্তর নাঙ্গলকোটে জতুন বাংলাদেশের নতুন শোরুম উদ্বোধন গৌরব গাঁথায় ১২ শহীদের উপজেলা দেবীদ্বারে

র‌্যাব ও পুলিশ কর্তৃক যুবলীগ নেতা জামাল হত্যায় ব্যাবহৃত পিস্তল ও গুলিসহ আরও ৩জন গ্রেপ্তার

  • প্রকাশিতঃ বুধবার, ১০ মে, ২০২৩
  • ৫১৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার তিতাসে যুবলীগ নেতা জামাল হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় আরও তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও পুলিশ। এ ছাড়া এ ঘটনায় ব্যবহৃত পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, দেলোয়ার হোসেন ওরফে দেলু, সাহিদুল ইসলাম ওরফে সাদ্দাম ও মাজহারুল ইসলাম সৈকত। তাদের মধ্যে দেলোয়ার গুলি করা তিন ব্যক্তির মধ্যে একজন ও সাদ্দাম তিতাস উপজেলার ইঞ্জিনিয়ার হারুনুর রশীদ গার্লস কলেজের ভাইস প্রিন্সিপাল।

বুধবার সকাল ১০টায় ও বেলা সাড়ে ১১টায় পৃথক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব ও পুলিশ।

সকাল ১০টায় র‌্যাব-১১ কুমিল্লা শাকতলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, যুবলীগ নেতা জামালকে গুলি করা তিনজন বোরকা পরিহিত ব্যক্তির মধ্যে একজন হলেন দেলোয়ার হোসেন ওরফে দেলু। তার বিরুদ্ধে ২টি হত্যাসহ মোট ৬টি মামলা রয়েছে।

কয়েকদিনের অভিযানের পর গত মঙ্গলবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর দেলু জানিয়েছে, সে ঋণগ্রস্ত। জামালকে হত্যা করলে তার ঋণগুলো পরিশোধ করা হবে। এ ছাড়া জামাল বেঁচে থাকলে তাদের আরও ক্ষতি হতে পারে। তাই জামালকে খুন করতে রাজি হয় সে।

এ ছাড়া গুলি করা আরও দুই শুটার আরিফ ও কালা মানিক বিদেশে পালিয়েছে। তাদের রক্ষা করাসহ দেশের বাইরে পালিয়ে যেতে সহযোগিতা করায় সাদ্দামকে (৩৩) গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আবদুল মান্নান জানান, জামালকে খুন করতে যে অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে, সেগুলো উদ্ধার করা হয়েছে। একটি স্কুল ব্যাগের ভেতর থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এর মধ্যে দুটি অত্যাধুনিক পিস্তল ও একটি অত্যাধুনিক রিভালবার রয়েছে। এ ছাড়া ২৪ রাউন্ড গুলি, নেকাব ও একটি জিন্স প্যান্ট উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় জড়িত থাকার অপরাধে মাজহারুল ইসলাম সৈকতকে গ্রেপ্তার করা হয়েছে। সৈকত স্বীকার করেছে, ঘটনার পর অস্ত্রগুলো তার কাছে রেখে যাওয়া হয়।

আবদুল মান্নান আরও বলেন, অস্ত্রসহ গ্রেপ্তার সৈকতকে রিমান্ডে নেয়ার জন্য আবেদন করা হবে। আশা করি, এ ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে।

গত ৩০ এপ্রিল রাত ৮টার দিকে কুমিল্লার দাউদকান্দির গৌরিপুর বাজারে তিনজন ব্যক্তি বোরকা পরে এসে জামাল হোসেনকে গুলি করে হত্যা করেন। নিহত জামাল হোসেন তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ফজলুল হকের ছেলে। তিতাস উপজেলায় বাড়ি হলেও তিনি ব্যবসায়িক সূত্রে পাশের দাউদকান্দি উপজেলার গৌরিপুর বাজারের পাশে ভাড়া বাসায় থাকতেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD