1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
যুবলীগনেতা জামাল হত্যাকা‌ন্ডে বোরক‌া প‌রি‌হিত হত‌্যাকারি দে‌লোয়ার‌সহ গ্রেপ্তার ২ - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়া চান্দলা ইসলামিয়া গাউছিয়া আলিম মাদ্রাসার সভাপতি হলেন অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপি নবগঠিত কমিটির পরিচিতি সভা যৌন নিপীড়নের অভিযোগে কুবির দুই শিক্ষককে পদাবনতি কুমিল্লায় বকশিসে টাকা ভাগাভাগি নিয়ে সহকর্মীকে হত্যার দায়ে আরেক সহকর্মীর যাবজ্জীবন কারাদণ্ড কুমিল্লায় আ. লীগ নেতা জাকির গ্রেপ্তার কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৭ কিলোমিটারজুড়ে তীব্র যানজট কুমিল্লা টেলিস্কোপের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান

যুবলীগনেতা জামাল হত্যাকা‌ন্ডে বোরক‌া প‌রি‌হিত হত‌্যাকারি দে‌লোয়ার‌সহ গ্রেপ্তার ২

  • প্রকাশিতঃ বুধবার, ১০ মে, ২০২৩
  • ১৩৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন হত্যাকা‌ন্ডে বোরক‌া প‌রি‌হিত তিনজ‌নের ম‌ধ্যে একজন হত‌্যাকারি দে‌লোয়ার হো‌সেন দেলু সহ দুইজন‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে র‌্যাব। আজ বুধবার সকাল ১০টার দি‌কে কু‌মিল্লা নগ‌রের শাকতলায় র‌্যাব-১১ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ কুমিল্লা নগ‌রের শাকতলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।র‌্যাব-১১ অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন।

র‌্যাব-১১ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, কুমিল্লায় যুবলীগ নেতাকে গুলি করে হত্যায় অংশ নেয়া হত‌্যাকারী দে‌লোয়ার ,আ‌রিফ ,কালাম‌নির বোরকা পরা তিনজন গু‌লি ক‌রে পা‌লি‌য়ে যান।

গত ৬‌মে চট্টগ্রাম ও ঢাকা থে‌কে ওই মামলার এজহারভুক্ত ৩আসামী‌কে গ্রেপ্তার ক‌রে র‌্যাব। আ‌গের গ্রেপ্তারকৃত‌দের তথ‌্য ও র‌্যা‌বের গো‌য়েন্দা ত‌থ্যের ভি‌ত্তি‌তে গত ৯‌মে ঢাকার যাত্রীবা‌ড়ি‌ থে‌কে হত‌্যাকা‌রি দে‌লোয়ার ও তিতাস থে‌কে আসামী‌দের পা‌লি‌য়ে যে‌তে সাহায‌্যকা‌রি দুইজন‌কে গ্রেপ্তার ক‌রে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হ‌লেন দাউদকান্দির চর চারুয়া গ্রামের দে‌লোয়ার হো‌সেন দেলু (৩১), আসামিদের পা‌লিয়ে যে‌তে সাহায‌্যকা‌রি তিতাস উপজেলার বড় গাজীপুর গ্রামের মো. স‌হিদুল ইসলাম সাদ্দাম (৩৩) ।

গ্রেপ্তারকৃত‌ দে‌লোয়া‌রের বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ ৬টি মামলা আছে। কুমিল্লায় যুবলীগ নেতা জামাল হত্যা মামলায় এ পর্যন্ত ৮জন‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে আইনশৃঙ্খলাবা‌হিনী। র‌্যাবের দাবি,এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে পূর্বপরিকল্পিতভাবে যুবলীগ‌নেতা জামাল হো‌সেন হত্যাকাণ্ড ঘটানো হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD