1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
দাউদকান্দিতে যুবলীগ নেতা হত্যায় জড়িতদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনা হবে - কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৭ কিলোমিটারজুড়ে তীব্র যানজট কুমিল্লা টেলিস্কোপের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা নগরীর ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

দাউদকান্দিতে যুবলীগ নেতা হত্যায় জড়িতদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনা হবে – কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান

  • প্রকাশিতঃ সোমবার, ১ মে, ২০২৩
  • ১৮৫ বার পঠিত

শামীম রায়হান॥

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাঁ এলাকায় চাঞ্চল্যকর যুবলীগ নেতা জামাল হোসেন হত্যা ঘটনার তদন্ত কাজ সর্বোচ্চ পেশাদারিত্ব ও দক্ষতা দিয়ে দ্রুত সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান৷ এসময় আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন৷

সোমবার (১ মে) সন্ধ্যা পৌনে ৭টায় ঘটনাস্থল গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাঁ এলাকা পরিদর্শন শেষে ইলেকন্ট্রনিক্স ও প্রিন্ট্র মিডিয়ার সাংবাদিকদের বলেন,হত্যাকান্ডের সাথে যারাই জড়িত তাদের অচিরেই শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি৷

হত্যার রহস্য উদঘাটনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে পুলিশ সুপার বলেন, আমাদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও দক্ষতা দিয়ে এ মামলাটির দ্রুত তদন্ত করবো। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিও মাধ্যমে এ মামলার তদন্ত সাপেক্ষে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে তাদের প্রত্যেককে অভিযুক্ত করে আমরা দ্রুত বিচারের আওতায় আনবো। আর এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে পুলিশকে সহযোগিতা করা এবং এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহবান জানান তিনি।

তিনি আরো বলেন, ঘটনার পর থেকেই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। রহস্য উদঘাটনে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. আফজাল হোসেন,পুলিশ সুপার (সিআইডি) জাকির হোসেন, র‌্যাব-১১ সিপিসি-২ (কুমিল্লা) উপ-পরিচালক মেজর মোহাম্মদ শাকিব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সিআইডি) এনামুল হক, সহকারী পুলিশ সুপার (হোমনা সার্কেল) মো. মহসিন, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ভূঞা।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে বিকেলে নিহত যুবলীগ নেতা জামাল হোসেনের মরদেহ তার নিজ গ্রাম তিতাসের জিয়ারকান্দি(নোয়াগাঁও) এসে পৌছলে এক হ্নদয় বিদারক দৃশ্যের সৃষ্ঠি হয়৷ এসময় আত্মীয় স্বজনসহ এলাকার লোকজনরা কান্নায় ভেঙ্গে পড়েন৷ এলাকাবাসীরা বলেন,জামাল হোসেনের হত্যাকারীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার কাজ সম্পন্ন করে ফাঁসি রায় কার্যকর করার জোরালো দাবি জানান৷

এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞার মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,হত্যাকান্ডের ঘটনায় এখনো মামলা দায়ের করা হয়নি৷নিহত জামাল হোসেনের লাশ দাফনের পর মামলা দায়ের করা হবে বলে নিহতের পরিবার জানায়৷

উল্লেখ,গত রবিবার (৩০ এপ্রিল) রাত ৮টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাঁ এলাকায় বোরখা পড়া দুর্বৃত্তদের গুলিতে জামাল হোসেন (৪০) নিহত হন। সে তিতাস উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক এবং একই উপজেলার নোয়াগাঁও (জিয়ারকান্দি) গ্রামের ফজলুল হকের ছেলে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD