স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা হাইওয়ে থানা দাউদকান্দি
অফিসার ইনচার্জ রিজিয়ন, কুমিল্লা এর নেতৃত্বে এসআই/রনজু মিয়া, এএসআই(নিঃ)/আনোয়ার হোসেন ও সঙ্গীয়ফোর্সসহ ২৬ এপ্রিল ঢাকা চট্রগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে হাসানপুর নামক স্থানে চেকপোস্ট করাকালে ১০টি রেজিষ্ট্রেশন ও কাগজপত্র বিহীন মোটরসাইকেল আটক করা হয়। আটককৃত মোটরসাইকেলগুলির মধ্যে মালিকানা সংক্রান্ত কাগজপত্র পেয়ে ০৯টি মোটর সাইকেলের বিরুদ্ধে আইনী ব্যবস্থা শেষে প্রকৃত মালিকদের জিম্মায় প্রদান করা হলেও ০১টি রেজিষ্ট্রেশন বিহীন মোটর সাইকেলের কোন মালিক পাওয়া যায়নি। এতে কিছুটা সন্দেহ হওয়ায় উধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে আজ শনিবার সন্ধ্যায় উক্ত মোটরসাইকেলটি চেক করে মোটরসাইকেলটির সিটের নিচে বিশেষ কায়দায় কস্টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ০১টি পলিথিনের মধ্যে ২৫০০ (দুই হাজার পাঁচ শত) ইয়াবা ট্যাবলেট (মূল্যমান ২৫০০ X ৩০০= ৭৫০০০০/- + মোটর সাইকেল ২,০০,০০০/- সর্বমোট ৯,৫০,০০০/-) উদ্ধার করা হয়।
উক্ত বিষয়ে দাউদকান্দি মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।