স্টাফ রিপোর্টার:
আমরা এবার নৌকায় ভোট দিব না কুমিল্লা জেলার মেঘনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ সাইফুল্লাহ মিয়া রতন শিকদার এ মন্তব্য করেছেন। সোমবার (২৪ এপ্রিল, ২০২৩ খ্রি.) বিকাল সাড়ে ৩ টায় উপজেলার বিআরটিসির মোড় এলাকায় হোমনা -মেঘনা সংসদীয় আসন সীমানা পুননির্ধারণ নিয়ে উপজেলার লুটের চর এক জনসমাবেশের বিশেষ অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে একই পথে হাঁটেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ এর চেয়ারম্যান শফিকুল ইসলাম। তিনি বক্তব্যে বলেন, এবার যদি আমাদের দাবি পুরুন না করা হয় তাহলে যিনিই নৌকা প্রতীক পাবেন এবার ভোটের বাক্স পরিস্কার খালি যাবে।
মেঘনা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদকের এমন বক্তব্যে হতবাক হয়েছেন স্থানীয় আওয়ামী লীগের একাংশের নেতা-কর্মীরা। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ বক্তব্য ছড়িয়ে পড়লে এ নিয়ে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আলী মাষ্টারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান,” বক্তব্যটি আমি শুনিনি তাই আমি এ বিষয়ে কিছু বলতে চাই না।”
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে কুমিল্লা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুরের মুঠোফোনে কল করা হলে তিনি ফোন রিসিভ না করায় কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। এর কারণ জানতে মুঠোফোনে যোগাযোগ করা হয় মেঘনা উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মিয়া রতন শিকদার কল রিসিভ না করায় তার প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি।