কুমিল্লা ব্যুরো।।
কুমিল্লা নাঙ্গলকোটের হাসানপুরে একটি মালবাহী ট্রেন ও যাত্রীবাহী সোনারবাংলা এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
রোববার সন্ধ্যায় এ সংঘর্ষ হয়। এতে চট্টগ্রাম থেকে ঢাকামুখী সোনারবাংলা এক্সপ্রেসের সাতটি বগি লাইনচ্যুত হয়।
লাকসাম রেলওয়ের ইনচার্জ জসিমউদ্দিন বলেন, সন্ধ্যার দিকে স্টেশনে থেমে থাকা চট্টগ্রামগামী মালবাহী ট্রেনটির সঙ্গে ঢাকামুখী যাত্রীবাহী সোনারবাংলা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। ধারণা করা হচ্ছে, লোডশেডিংয়ের কারণে হাসানপুর রেলস্টেশনের কম্পিউটার বন্ধ হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ ওসি মো. ফারুক রাত ৮ টা ১৫ মিনিটে ঢাকা মেইলকে জানান এখন পর্যন্ত কোন নিহতের সংবাদ পাওয়া যায়নি।