
সাফায়েত উল্লাহ মিয়াজী, নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল শনিবার বিকালে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সাবেক সভাপতি আলহাজ্ব নুরুল আমিন জসিম৷ স্বাগত বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম মনির।
এছাড়াও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠন নাঙ্গলকোট উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ।
মিলাদ মাহফিল শেষে দোয়া মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন বটতলী ইউনিয়ন বিএনপি সভাপতি আফজালুর রহমান।