1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে ইউএনও’র সাথে সাংবাদিক সমিতির মতবিনিময় অনুষ্ঠিত - Dainik Cumilla
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
মানবাধিকার কর্মী মওদুদ আবদুল্লাহ শুভ্রকে হত্যার চেষ্টা অব্যাহত এদেশে আর কাউকে ফ্যাসিবাদ কায়েম করতে দেওয়া হবে না : জামায়াত নেতা মাওলানা আবদুল হালিম কুবিতে ফুটবল টুর্নামেন্টে মারধর: মার্কেটিং বিভাগকে ৫ বছরের বহিষ্কারের দাবি প্রত্নতত্ত্ব শিক্ষার্থীদের চৌদ্দগ্রামে ইউএনও’র সাথে সাংবাদিক সমিতির মতবিনিময় অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ চৌদ্দগ্রামে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির সময় জনতার হাতে আটক ৩ আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ — কাজী দ্বীন মোহাম্মদ কুমিল্লার সাক্কুকে ডেকে পাঠালেন মির্জা ফখরুল গাউছিয়া সুন্নিয়া ক্যাডেট মাদরাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উপলক্ষে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত কুমিল্লায় জেলা রাজস্ব সম্মেলন ও নদী রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে ইউএনও’র সাথে সাংবাদিক সমিতির মতবিনিময় অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৬ বার পঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল হোসেন এর সাথে বাংলাদেশ সাংবাদিক সমিতি, চৌদ্দগ্রাম উপজেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও সদস্যদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার বাংলাদেশ সাংবাদিক সমিতি, চৌদ্দগ্রাম উপজেলা শাখার সার্বিক কার্যক্রমের বিষয়ে খোঁজ-খবর নেন এবং আদর্শ রাষ্ট্র বিনির্মাণ ও উন্নত জাতি গঠনে পেশাগত দিক থেকে সাংবাদিকদের ভূমিকার বিষয়ে আলোকপাত করেন।

তিনি বলেন, আদর্শ রাষ্ট্র ও উন্নত জাতি গঠনে সাংবাদিকদের ভূমিকা অনন্য। সুষ্ঠু ধারার সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করে। চৌদ্দগ্রামকে একটি আদর্শ, উন্নত ও সুশৃঙ্খল উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি উপজেলায় কর্মরত সাংবাদিক সহ সকল স্তরের অংশীজনদের সমন্বিত ভূমিকা প্রয়োজন। আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন ও গণসচেতনতা বৃদ্ধি পাবে। এজন্য আপনাদের সার্বিক সহযোগিতা লাগবে। আশা করছি, আমরা মিলেমিশে এ উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করতে পারবো।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল হোসেন নবগঠিত চৌদ্দগ্রাম সাংবাদিক সমিতির নেতৃবৃন্দকে প্রশাসনের সাথে একযোগে কাজ করার আহবান জানিয়ে চৌদ্দগ্রামের সামগ্রিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি, চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি এমরান হোসেন বাপ্পি, সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার রানা, সহ-সভাপতি কামাল হোসেন নয়ন, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মুহা. ফখরুদ্দীন ইমন, অর্থ সম্পাদক মোতালেব হোসেন, প্রচার সম্পাদক কাজী সেলিম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সাইদুল হক, কার্যনির্বাহী মিজানুর রহমান মিনু, গোলাম রসুল, এয়াছিন ভূঁইয়া, সদস্য মো. আশিকুর রহমান মজুমদার, এনামুল হক নোমান, ইউনুছ হাসান সজীব, সাকিবুল হাসান মিয়াজী, শাহাদাৎ হোসেন মজুমদার, রহিম উদ্দিন মজুমদার সোহেল, অভি খাঁন প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD