
মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে মালবোঝাই অটো-রিকসা উল্টে মো. জিহাদ (১৯) নামে এক অটোচালক নিহত হয়েছেন। এ ঘটনায় সিয়াম নামে আরও একজন আহত হয়েছে। নিহত জিহাদ উপজেলার ঘোলপাশা ইউনিয়নের হাড়িসর্দার এলাকার নোয়াপাড়া গ্রামের আবদুল হকের ছেলে। ঘটনাটি ঘটেছে শনিবার (২৫ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অন্যতম আঞ্চলিক সড়ক আটগ্রাম-শরীফপুর সড়কের বাতিসা ইউনিয়নের পাটানন্দী নামক স্থানে।
ঘটনার সময় সঙ্গে থাকা পরিবেশক কোম্পানির ব্রিকয় প্রতিনিধি আহত সিয়াম বলেন, সড়কের ওই স্থান দিয়ে যাওয়ার সময় উঁচুনিচু থাকায় হঠাৎ অটো-রিকসাটি হঠাৎ উল্টে যায়। এ সময় আমি ছিটকে রাস্তার পাশের জমিতে পড়ে যাই। কিন্তু জিহাদ অটো-রিকসার নিচে চাপা পড়ে যায়। পরে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে সরকারি হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জররি বিভাগের চিকিৎসক মো. রবিউল হাসান বলেন, ‘আশঙ্কাজনক অবস্থায় জিহাদ নামে একজনকে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা দেয়ার আগেই সে মারা যায়।’
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন চাকমা জানান, ‘দুর্ঘটনায় নিহত অটো-চালকের পরিবার ময়নাতদন্ত না করে লাশ নেওয়ার আবেদন করলে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।’