
মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: ‘কুমিল্লা নামে বিভাগ’ বাস্তবায়নের দাবিতে কুমিল্লার চৌদ্দগ্রামে সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম এর উদ্যোগে বিশাল মানববন্ধন, র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) বিকালে এ উপলক্ষে আয়োজিত র্যালিটি চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠ থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ শেষে হায়দার শপিং কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে চিওড়া ইউনিয়ন বøাড ডোনেশন ক্লাব এর সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ হোসেন নয়ন এর পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের পক্ষে বক্তব্য রাখেন কাজী এনাম ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, আমেরিকা প্রবাসী কাজী মো. এনামুল হক এনাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আবু মূসা।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, স্বেচ্ছাসেবী মো. মোশাররফ হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও স্বেচ্ছাসেবক মো. মিজানুর রহমান ভূঁইয়া, মো. সাইদুল ইসলাম সাব্বির, মো. আবুল হাশেম, মো. ইকবাল হোসেন নাইম, মো. শাকিল, মো. আমান উল্লাহ, আরমান হোসেন, ক্যাডেট আরাফাত হোসেন, মো. আব্দুল্লাহ আল মামুন মিশু, দ্বীন ইসলাম, মো. মোস্তাফিজুর রহমান সিয়াম, মো. মামুন, মো. শামীম সহ উপজেলার বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের স্বেচ্ছাসেবীবৃন্দ।