মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গতকাল শুক্রবার (১০ অক্টোবর) রাতে এক অজ্ঞতার যুবকের লাশ উদ্ধার করেছে । বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ।
ব্রাহ্মণপাড়া থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মাধবপুর ইউনিয়নের পূর্বপাড়া এলাকার জৈনক্য দেলু মিয়ার বাড়ির পাশে পুকুরে ভাসমান অবস্থায় এলাকাবাসী অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পায়। তাৎক্ষণিকভাবে ব্রাহ্মণপাড়া থানা পুলিশকে খবর দিলে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাসমান অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে। এলাকাবাসী ধারণা করেন গত দুই একদিন আগে কোন সময় তার মৃত্যু হতে পারে। ব্রাহ্মণপাড়া থানার এসআই সৈকত লাশ উদ্ধার করে শোরতহাল রিপোর্ট তৈরি করেন। ধারণা করা হয়েছে তার আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ হবে।
স্থানীয় ইউপি সদস্য মিয়া মোহাম্মদ মিঠু বলেন, ধারণা করা হচ্ছে ছেলেটিকে কেউ মেরে ফেলে গিয়েছে। দুই এক দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছেন।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ জানান, আমি লাশের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে লাশ উদ্ধার করে শোরতহাল রিপোর্ট তৈরি করি। তবে এই লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি।