শামীম রায়হান॥
কুমিল্লার দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন উপজেলা কমিটির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া ও সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম এবং পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার ও কাউছার আলম সরকারকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
বুধবার (৫ এপ্রিল) রাতে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আখতারুজ্জামান সরকার ও সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে জানা যায় আহ্বায়ক ও যুগ্ন আহ্বায়কসহ উপজেলা ও পৌর বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আখতারুজ্জামান সরকার,তিনি জানান দলকে গতিশীল করতে নতুন এ কমিটি ঘোষণা করা হয়েছে বলে জানায়।
এ দিকে নবঘোষিত কমিটির সদস্যরা তাদেরকে নির্বাচিত করায় বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন ও কার্যনির্বাহী কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।