স্টাফ রিপোর্টার:
“জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার একটি বিশেষ অভিযানে ১০৫৩(এক হাজার তিপান্ন) পিস শাড়ী এবং একটি টাটা পিকআপসহ ০২ জন চোরাচালানকারী গ্রেফতার।”
শুক্রবার কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার এসআই(নিঃ)/মোঃ মামুনুর রশিদ ও সঙ্গীয় ফোর্স কুমিল্লা বুড়িচং থানাধীন যদুপুর সাকিনস্থ বাকশিমুল পশ্চিম পাড়া বাতান বাড়ী আঃ ওয়াদুদএর বাড়ীর সামনে রাস্তার উপর তল্লাশি করা কালে ঢাকা মেট্রো-ন-১৯-৮৬৬৩ রেজিঃ নাম্বারের একটি নীল/হলুদ রংয়ের টাটা পিকআপ গাড়ী তল্লাশী করে গাড়ীর পিছনের বডিতে ৩৩(তেত্রিশ) টি গাইড হতে সর্বমোট ১০৫৩(এক হাজার তিপান্ন) পিস বিভিন্ন রংয়ের ও বিভিন্ন ধরনের ভারতীয় তৈরী শাড়ী, যার সর্বমোট আনুমানিক বাজার মূল্য (১০৫৩×১৫০০)= ১৫,৭৯,৫০০/- (পনের লক্ষ উনআশি হাজার পাঁচশত) টাকা উদ্ধারসহ আসামী ১। মোহাম্মদ রাসেল (২৩) ২। শাহ অনিক @ আবুল (৪০)কে গ্রেফতার করেন।
উক্ত ঘটনায় বুড়িচং থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এ একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।