
হাইওয়ে পুলিশের উদ্যোগে বিদেশি মদ আটক
সাকলাইন যোবায়ের।।
গতকাল বৃহস্পতিবার কুমিল্লা রিজিয়নের বারআউলিয়া হাইওয়ে থানার রাত্রিকালীন পেট্রোল টিম গোপন সংবাদের ভিত্তিতে একটা প্রাইভেট কার রেজি: নম্বর ঢাকা মেট্রো গ ১১-৩৭৫৫ সন্দেহ হলে থামতে সিগনাল দেয়। কারটি সিগনাল অমান্য করে বেপরোয়া গতিতে গিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড থানাধীন চট্টগ্রামমুখী লেনে জিপিএইচ ইস্পাতের গেইটের সামনে রাস্তার বাম পাশে রেখে ড্রাইভার পালিয়ে যায়। তখন হাইওয়ে পুলিশের সন্দেহ হলে স্থানীয় লোকজন ডেকে গাড়ি খুলে ভিতর থেকে ২০০ বোতল বিদেশি মদ উদ্ধার উদ্ধারপূর্বক উপস্থিত স্বাক্ষীদের সামনে জব্দ করে।
হাইওয়ে কুমিল্লা রিজিয়ন পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান,
উক্ত গাড়ির ড্রাইভারের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানায় মামলা প্রক্রিয়াধীন।
হাইওয়ে পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।