1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মাল্টিমিডিয়া সাংবাদিকতায় দক্ষতা বাড়াতে কুবি সাংবাদিকদের প্রশিক্ষণ - Dainik Cumilla
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা জেলা পুলিশে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত বরুড়ায় সরকারি খাল দখল করে পথ ও স্থাপনা নির্মাণ, উচ্ছেদের মুখে দখলদাররা কুমিল্লা-২ (হোমনা-তিতাস) সংসদীয় আসনরিতে চমক দেখাবেন মনোয়ার সরকার চৌদ্দগ্রামে গরুচোর যুবলীগ নেতাকে পুনর্বাসনের অভিযোগ চিওড়া ইউনিয়ন যুবদলের বিরুদ্ধে সুমাইয়া হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্জ্বলন কুমিল্লার বুড়িচংয়ে ভুয়া দলিলের চেষ্টা, দলিল লেখককে শোকজ নোটিশ জীবজগতের অস্তিত্ব টিকিয়ে রাখতে বেশি বেশি বৃক্ষরোপণ অপরিহার্য -দিদারুল আলম বুড়িচংয়ে ১২ কেজি গাঁজাসহ যুবদল নেতা আটক শারদীয় দূর্গোৎসবের জন্য প্রস্তুত চৌদ্দগ্রামের ২২টি পূজা মন্ডপ কুমিল্লা মেডিকেল কলেজে কোটি টাকার ওষুধ কেলেঙ্কারি

মাল্টিমিডিয়া সাংবাদিকতায় দক্ষতা বাড়াতে কুবি সাংবাদিকদের প্রশিক্ষণ

  • প্রকাশিতঃ শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৬৪ বার পঠিত

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করেছে বাংলাদেশ সরকারের তথ্য ও প্রচার মন্ত্রণালয়ের প্রেস ইন্সটিটিউট (পিআইবি)।

গত বুধবার (৬ আগস্ট) থেকে শুক্রবার (৮ আগস্ট) পর্যন্ত তিনদিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করা হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে।

প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুবি উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলি, সভাপ্রধান হিসেবে থাকেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি সাঈদ হাসান এবং অর্থ সম্পাদক আবু শামা।

তিনদিনব্যাপী এই প্রশিক্ষণে সাংবাদিকতার মৌলিক শিক্ষা, মজো জার্নালিজম এবং ফ্যাক্ট-চেকিং বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে কুবিসাসের সভাপতি সাঈদ হাসান বলেন, ‘এই প্রশিক্ষণ আমাদের সাংবাদিকদেরকে জার্নালিজমের হাতেখড়ি শিক্ষা দিয়েছে এবং তাদেরকে আরও দক্ষ করে গড়ে তোলার প্র‍্যাক্টিক্যাল শিক্ষা দেয়া হয়েছে। বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট (পিআইবি)- এর প্রতি এবং মহাপরিচালক ফারুক ওয়াসিফ ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ শুভেচ্ছা জানিয়ে বলেন, সারাদেশের আন্দোলনে কুবিসাসের অবদান অনন্য। তারা যেকোনো সংগ্রামে ব্রিগেড জেনারেলের মতো লড়েছে এবং ঢাল হয়ে থেকেছে। এই অবস্থান যেন নষ্ট না হয় এবং সাংবাদিক মানেই বিশেষ সুবিধাভোগী-এ ধারণা যেন আর না ফেরে।

তিনি গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন, সৎ সাংবাদিকরাই পারে ভালো দেশ গড়তে। এজন্য সেল্ফ লার্নিং জরুরি, কার লেখা বা শিরোনাম ভালো তা দেখে শেখা ও পড়াশোনা চালিয়ে যাওয়া প্রয়োজন। একজনের রিপোর্টিংয়ের এঙ্গেল অন্যজনের চেয়ে ভিন্ন হতে পারে, তবে সেটাই আসল পরিচয় নির্ধারণ করে না। রবার্ট ও অরুন্ধতী রায়ের মতো লেখকদের অনুসরণ করার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেন, প্রশিক্ষণ সঠিকভাবে কাজে না লাগালে তা হারিয়ে যাবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD