নেকবর হোসেন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আজকে আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। বিগত সময়ে যারা নির্যাতিত-নিপীড়িত হয়েছে, তাদের পাশে দাঁড়াতে হবে। বিগত দিনগুলোতে যারা আমাদের ওপর, আমাদের ভাইদের ওপর, দেশের মানুষের ওপর অত্যাচার-নিপীড়ন চালিয়েছে, তাদের বিচারের আওতায় আনতে হবে।
বুধবার (৬ আগস্ট) কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি আয়োজিত র্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে এ বিজয় র্যালির আয়োজন করা হয়।
ডা. জাহিদ বলেন, ‘যারা দেশের অর্থনীতিকে লুণ্ঠন করে বিদেশে টাকা পাচার করেছেন, বাড়ি করেছেন; বিদেশে-ইউরোপ-আমেরিকায় প্রাসাদ গড়েছেন; পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে হবে এবং ভঙ্গুর অর্থনীতিকে মজবুত ও শক্তিশালী অর্থনীতিতে রূপান্তর করতে হবে।’
বিএনপির এই নেতা বলেন, ‘আগামী দিনের বাংলাদেশ কীভাবে চলবে তা নির্বাচিত সংসদ সদস্য ও জনপ্রতিনিধিরাই ঠিক করবেন। কুমিল্লার অনেক গৌরব আছে, ঐতিহ্য আছে। এখানে অনেক জ্ঞানী/গুণী নেতা আছেন। কাজেই কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেওয়া হবে না।’
দেশের বেকার সমস্যা সমাধানে আমাদের এগিয়ে আসতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের লাখ লাখ যুবক কাজ পায় না, কারণ বিগত স্বৈরাচার সরকারের আমলে কেবল তারাই চাকরি পেয়েছে, কাজ পেয়েছে- যারা কেবল একটি দলেরই সমর্থক ছিল। মূলত তারা দেশের মানুষকেই কোণঠাসা করে রেখেছিল। আওয়ামী লীগ না হলে কোনো মানুষকেই তারা কোনো কাজ দিত না। তাই বিগত দিনে যারা নিগৃহীত-নিপীড়িত হয়েছে, কাজ করতে পারেনি, চাকরি করতে পারেনি, ব্যবসা করতে পারেনি- সে মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এটা আপনার-আমার দায়িত্ব। সে কথাটিই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন।’
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া।
এতে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান-বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন। এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ড. মারুফ হোসেন, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব আশিকুর রহরমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এ এস এম তারেক মুন্সী প্রমুখ।