1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মওদুদের দায়ের করা মামলা করা মামলা প্রত্যাহার করতে সাইবার অপরাধীসহ সহ বিভিন্ন পেশার পরিচয়ে প্রদান করে নাসকতায় চেস্টায় পুনরায় থানায় জি ডি দায়ের - Dainik Cumilla
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
মওদুদের দায়ের করা মামলা করা মামলা প্রত্যাহার করতে সাইবার অপরাধীসহ সহ বিভিন্ন পেশার পরিচয়ে প্রদান করে নাসকতায় চেস্টায় পুনরায় থানায় জি ডি দায়ের ভবানীপুরে কৃষকদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দোষীকে গ্রেফতার না করা পর্যন্ত পুলিশের ইতিবাচক সংবাদ বর্জনের ঘোষণা মওদুদ আবদুল্লাহর প্রাণনাশের হুমকি দাতাদের খুঁজছে পুলিশ ব্রাহ্মণপাড়ায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত দাউদকান্দিতে ভাষা সৈনিক ড.জসিম উদ্দিন স্মরণে আলোচনা সভা ও দোয়া ব্রাহ্মণপাড়ায় দুদকের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ সমর্থকদের সমাবেশে হামলা, সাংবাদিকসহ আহত ১০ বুড়িচংয়ে গোমতী নদীর বেরিবাঁধে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, উচ্ছেদ অভিযান শুরু নাঙ্গলকোটে সহায়তায় নির্মিত হতদরিদ্র বিধবার বাড়ি-ঘর দখল চেষ্টার অভিযোগ

মওদুদের দায়ের করা মামলা করা মামলা প্রত্যাহার করতে সাইবার অপরাধীসহ সহ বিভিন্ন পেশার পরিচয়ে প্রদান করে নাসকতায় চেস্টায় পুনরায় থানায় জি ডি দায়ের

  • প্রকাশিতঃ শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার :- বিগত ৯ বছর ধরে নানা অন্যায়ের শিকার হচ্ছেন নগরীর ৪নং ওয়ার্ড পুরাতন চৌধুরী পাড়ার, ইসলামপুর এলাকার বাসিন্দা, জাতীয় ও অনলাইন পত্রিকার সাংবাদিক, মানবাধিকার কর্মী মওদুদ আব্দুল্লাহ শুভ্র। একের পর হুমকি কারনে ২০১৭ সালে নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য কুমিল্লা কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন।যার নাম্বার -১৫৭ তারিখ-০৩.০৫.২০১৭।পরের বছর ২০১৮ সালের ২৮ জুন ফের একটি জিডি করেন তিনি।

সাংবাদিক মওদুদ জানান, গ্রামের বাড়ী বরুড়া কেমতলীতে জাওয়ার পথে নিমশার এলাকায় সন্রাসী হামলার শিকার হন।এ ঘটনায় আদালতে একটি মামলা দায়ের করলে মামলাটি বরুড়া থানা পুলিশের এস আই খাদেমুলের তদন্তাধীন থাকা সময় জোরপূর্বক প্রত্যাহারের চাপ দেওয়া হয়। এরপর জনমনে নাসকতা ছড়িয়ে আতঙ্ক তৈরি করতে এবং ভয় ভীতি দেখাতে তার সাথে প্রান নাসের চেস্টা করতে একটি সন্ত্রাসী চক্র সাংবাদিক ও ক্ষুদ্র ব্যবসায়ী মওদুদ আব্দুল্লাহ শুভ্র বাসার সামনে ২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি ককটেল বিস্ফোরণ চালায়। এক পর্যায়ে তিনি প্রশাসন সহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ মহলে লিখিত ভাবে তার সাথে এবং তাকে টার্গেট করে তার পরিবারের সাথে বিভিন্ন অন্যায়-অত্যাচার সহ বিবিধ অপরাধ করে আসে এর উপর ভিত্তি করে মওদুদ আব্দুল্লাহ ভুক্তভোগী হয়ে লিখিত অভিযোগ আকারে উক্ত সমস্যাগুলোর প্রতিকার ও সমাধান প্রাপ্তির জন্যে আবেদন করেন। এ সকল আবেদন গুলো গুরত্ব সহকারে এখতিয়ার সম্পন্ন পুলিশ প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমলে নিয়ে তদন্ত করেন।কিন্তু এই চক্রটির অশুভ শক্তি ও ক্ষমতার দাপটের কাছে সব কিছু বাধাগ্রস্ত হয়।বিজ্ঞ আদালতে মওদুদ আব্দুল্লাহ শুভ্র বাদী হয়ে প্রথম দিকে যে মামলা অপরাধে অভিজুক্ত অপরাধী গনদের নামে দায়ের করেন।সেই মামলার হাজিরার ধার্য তারিখে মওদুদ আব্দুল্লাহ আদালতে উপস্থিত হতে গেলে মোটরসাইকেল মহড়া দিয়ে তাকে আদালতে যেতে না দেওয়ায় অনেক গুলো তারিখ আদালতে অনুপস্থিত হতে হয়। তখন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট উক্ত মামলাটি খারিজ করে দেয়।
পরবর্তীতে তারা দুইটি নাম্বার ব্যবহার করে ০১৯৭১ ০৭৩৫৮৪ ও ০১৭০৪ ২৭২৯৬১ নাম্বার দিয়ে আমার ব্যবহৃত মোবাইল নাম্বার ০১৭১১৪৩২২৬৯ তে কল ও বিভিন্ন অপরাধ মুলক কর্মকাণ্ড, চাঁদাবাজি সহ ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।সদ্য গত ০৯.০৭.২০২৫ ইং আবার অপরাধে অভিজুক্ত অপরাধীরা তাদের ব্যবহৃত মোবাইল নাম্বার ০১৩৪২ ৭১৩৮১২ থেকে কল দিয়ে ও এস এম এস দিয়ে মওদুদ আবদুল্লাহ শুভ্রকে প্রান নাশের হুমকি,আজে বাজে অশ্লীল কথা বলে তার সাথে তারা বিভিন্ন ভাবে অপরাধ করবে বলে তার মধ্যে জানায় তার বাসার ছাদের উপরে পানির ট্যাংকির ভীতরে বিষ মিশিয়ে সবাইকে মেরে গন খুন করে ফেলবে এবং সামাজিক পরিসরে রাজনৈতিক তথ্য বিভ্রান্তি করে ক্ষতি সাধন সহ সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার লক্ষ্যে অশ্লীল ছবি অপরাধীচক্রটি তৈরি করে তার সাথে ভিডিও ফুটেজ তৈরি করে এখানে সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন ভাবে ছড়িয়ে দিবে বলে হুমকি প্রদান করে, যদি কিনা আগামী ১০ দিনের ভেতরে দায়ের করা থানা ও আদালতের মামলা সমুহ আদালতের মাধ্যমে নিস্পত্তি না করা হয় তার সাথে এই সন্রাসীদের দাবি কৃত ১০ লাখ টাকা চাঁদা না দেওয়া হয়।এই সন্ত্রাসী চক্র এই বিবিধ অপরাধ গুলো সুনিশ্চিত করবে বলে আগাম আল্টিমেটাম দেয়।

এছাড়া গত বছরের ৪ আগস্ট টিক্কাচর ব্রিজ সংলগ্ন এলাকায় রাতের বেলায় শুভ্রকে উপর্যপুরী ছুরিকাঘাত করে মারধর করে।

এ ঘটনায় কুমিল্লা সিনিয়র জ্যুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দ্রুত বিচার আইনে চাদাঁবাজি সহ বিভিন্ন অপরাধে জড়িত ৩জন পুরুষ ও একজন মহিলাসহ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে ” চাঁদাবাজি সহ বিবিধ অপরাধ” মামলা দায়ের করে। যার নাম্বার দ্রুত সিআর ৩৬/২৪ যাহা কুমিল্লা পিবিআই পুলিশ তদন্ত করে তদন্ত প্রতিবেদন রিপোর্ট গত ০৭.০৫.২০২৫ ইং স্মারক নাম্বার -২৭১৬ মুলে আদালতে দাখিল করেন। এরপর গত বছরের ১৩ ও ১৬ অক্টোবর তার উপর হামলা করে পুনরায় এই আসামী চক্র সহ অজ্ঞাতনামা আসামীগন হত্যার উদ্দেশ্য আক্রমন সহ চাদাবাজির নাসকতা চালায় অস্ত্র সস্ত্র নিয়ে আক্রমন চালায় ,এ ঘটনায় সাংবাদিক ও ক্ষুদ্র ব্যবসায়িক মওদুদ আব্দুল্লাহ শুভ্র বাদী হয়ে ৮ জন এজহার নামীয় আসামী সহ অজ্ঞাতনামা ৫-৬ জন অপরাধে অভিজুক্ত আসামীদের বিরুদ্ধে ” জখমী সহ বিবিধ অপরাধ ” অভিযোগ এনে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা এফ আই আর মামলা দায়ের করেন।যার নাম্বার-৪১, জি আর নাম্বার-৮৫০, তারিখ-১৪.১১.২০২৪ইং।উক্ত মামলায় একজন আসামিকে পুলিশ সহ যৌথবাহিনী গ্রেপ্তার করে। বাকি আসামীরা এখনো ধরাছোঁয়ার বাহিরে।তারাই মুলত পরোক্ষ লোক মারফত নানা বিধ অপরাধ করিয়ে আসছে তার সাথে মওদুদ আব্দুল্লাহ শুভ্র’র দায়ের করা মামলা প্রত্যাহার ও চাঁদার টাকা দাবি করে আসছে।তাছাড়াও উক্ত চক্রটি নারী পুরুষ স্যার গ্রুপ গঠন করে সিন্ডিকেট টি মওদুদ আব্দুল্লাহ বাসার আশে পাশে প্রায় এবং প্রতিনিয়ত ঘুরাফেরা করছে এবং কারোর বাসায় অবস্থান করছে বলে তাদের উপরোক্ত মোবাইল নাম্বার থেকে কল ও এস এম এস দিয়ে জানান দেয় যে, তারা অনেক শক্তিশালী তারা এও বলেন তাদের সাথে পুলিশ প্রশাসন সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যোগাযোগ এবং তাদের ওই বাসায় যে বাসা অবস্থান করছে সেই বাসায় নিয়মিত যাতায়াত আছে। তাই তাদেরকে অথবা কোন পুলিশ প্রশাসন, ডিবি পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব সহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা কেহ কিছু করতে পারবে না। উলটো তারা চাইলে তারা পুলিশ প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সাধারণ মানুষ যারা যে কোন মুহুর্তে যে কোন মানুষের সাথে তারা যে কাউকে যে কোন ভাবে যে কোন মামলায় গ্রেপ্তার,গুম খুন,কিডন্যাপ ও হত্যা সব করাতে পারবে।

উক্ত মামলার আসামীদের সহ আসামীদের সংগীয় অপরাধে সুনির্দিষ্ট ভাবে অভিজুক্ত আসামীগনদের গ্রেফতারের ব্যাপারে চেষ্টা করে যাচ্ছে কুমিল্লা থানা পুলিশ, কুনিল্লা ডি বি পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। সর্বশেষ বিভিন্ন হ্যাকিং গ্রুপ দিয়ে ভুয়া ফেসবুক আইডি খুলে তথ্য প্রজুক্তি ব্যবহার করে বিভিন্ন অশ্লীল ছবি তৈরি করে মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে পুনরায় পাঠিয়ে চাদা দাবী করে আসছে।এই বিষয়ে কুমিল্লা জেলা পুলিশের পুলিশ সুপার কে বিস্তারিত অপরাধের ঘটনা অবগত করে উনার আইনি পরামর্শ কুমিল্লা কোতোয়ালি সদর মডেল থানার অফিসার ইনচার্জকেও অবগত ও অনুমতি ক্রমে অনলাইনে সাইবার অপরাধ সহ বিবিধ অপরাধ প্রতিকার চেয়ে আইনগত সুরক্ষা ও প্রশাসনিক নিরাপত্তা চেয়ে অনলাইনে একটি সাধারণ ডায়েরি ( জি ডি) দায়েত করা হয়। যার নাম্বার ২২২। জিডির তদন্তে ঘটনার সত্যতা খুজে পেয়ে তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-০১ কুমিল্লা স্মারক নাম্বার ২৩৮৯ তাং-১৭-০৩-২৫জিডিতে বর্ণিত সকল আসামীদের সকল অপরাধ তদন্তের অনুমতি প্রার্থনা করেন। আদালত ডিআর ৫২৬/২৫, তাং-১৯-০৩-২৫ ইং মূলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদেশ প্রদান করেন। অতপর তদন্ত কর্মকর্তা তদন্ত প্রতিবেদন রিপোর্ট কুমিল্লা কোতয়ালী মডেল থানায়স্মারক নাম্বার ২৮২৬ তাং-০৬-০৪-২৫ইং অনুমতি নিয়ে আদালতে একটি নন এফআইআর মামলা করার জন্য প্রসিকিউশন দাখিল করলে মামলা রুজু হয়।যার নন জিআর মামলা নাম্বার ২০/২৫তারিখ ০৭-০৪-২৫ রজু হয়। যাহা আসামীদের প্রতি সমন জারি করা হয়।কিন্তু আসামিরা সমন গ্রহন না করে আদালত অবমাননা এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ অবমাননা করার তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইতিমধ্যে প্রস্তুতি কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।সদ্যই গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে বলে আদালত সুত্রে খবর পাওয়া যায়।

এ বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মুহিনল ইসলাম বলেন, মানবাধিকার কর্মী ও শিক্ষানবিশ আইনজীবী মওদুদ আবদুল্লাহ শুভ্র একাধিক অভিযোগ আমরা পেয়েছি, আসামীদের গ্রেফতারে পুলিশ আন্তরিকতার সহিত কাজ করছে।এই মামলা এজহার নামীয় সকল অপরাধে অভিজুক্ত আসামিসহ উক্ত আসামিদের সাথে অপরাধে সম্পৃক্ততা রয়েছে এই ঘটনার সকল আসামীদেরকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে এবং অভিযান অব্যাহত থাকবে। ইতিমধ্যে এই অপরাধে অভিজুক্ত একজন আসামী কে পুলিশ সহ যৌথবাহিনী অভিযান চালিয়ে গ্রেফতার করে। এই ব্যাপারে কুমিল্লা কোতোয়ালি সদর মডেল থানায় নিরাপত্তা বিষয়ক বিশেষ অনলাইন জি ডি দায়ের করা হয়।জি ডি নাম্বার:-৪৭৪.তারিখ:-০৯.০৬.২০২৫ইং।

তিনি আরো জানায়, এই অপরাধী চক্রটাকে দমন করার জন্য এবং এদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে হার্ডলাইন অবস্থান নিয়েছে,খুব দ্রুতই মামলার এজহার নামীয় আসামী সহ আসামী চক্রের সন্ত্রাসী সকল অপরাধী ইন্ধনদাতাদের ,চাঁদাবাজ সহ সকলকে নামে সাংবাদিক ও ক্ষুদ্র ব্যবসায়ী মওদুদ আব্দুল্লাহ শুভ্র’র দায়ের করা মামলা ছাড়াও তাদের বিরুদ্ধে একাধিক মামলা আগে থেকেই আছে।তাই তাদের আইনের আওতায় এনে অতি দ্রুত গ্রেপ্তার করার ব্যাপারে থানা পুলিশ এবং এই মামলার তদন্তের আয়ু যেটা যেটা আইনগত পদক্ষেপ গ্রহণ করার দরকার, ইতিমধ্যে তার সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।এই মামলার অপরাধে অভিজুক্ত অপরাধী আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD