চৌদ্দগ্রাম প্রতিনিধি:
চৌদ্দগ্রামে এইচএসসি পরীক্ষা-২০২৫ চলাকালে পরীক্ষা হলরুমে নকল করার দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত পরীক্ষার্থী চৌদ্দগ্রাম সরকারি কলেজের ছাত্রী বলে জানা গেছে। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো: জামাল হোসেন।
জানা গেছে, বুধবার (৩০ জুলাই) চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জামাল হোসেন। এ সময় নকল করার দায়ে এক পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। এছাড়াও এবারের এইচএসসি পরীক্ষার অবশিষ্ট সকল বিষয়ের পরীক্ষা থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত পরীক্ষার্থী একজন ছাত্রী হওয়ায় মানবিক দিক বিবেচনায় অন্যদের জন্য সতর্কতাস্বরূপ জেল বা জরিমানা না করে তাকে শুধু বহিষ্কার করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জামাল হোসেন জানান, ‘পরীক্ষায় যেকোনো ধরণের অসদুপায় অবলম্বন বা পরীক্ষার সার্বিক শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে কোন ধরণের ছাড় দেওয়া হবে না। সামনের দিনে উপজেলা প্রশাসন বিষয়গুলো আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে। প্রয়োজনে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হবে। পরীক্ষার্থীদের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে চূড়ান্তভাবে সতর্ক করা হলো। নকলমুক্ত বাংলাদেশ গড়তে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন সবসময় বদ্ধপরিকর।’