1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
জলাবদ্ধতা নিরসনে খাল খননকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে- বুড়িচংয়ে জেলা প্রশাসক - Dainik Cumilla
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার ৫ টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান; ৯৫ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ নকলের দায়ে চৌদ্দগ্রাম সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার দাউদকান্দিতে ৩০ লাখ টাকার মালামালসহ কাভার্ডভ্যান ছিনতাই, গ্রেপ্তার ১ চৌদ্দগ্রামে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে বিজিবি’র হাতে যুবক আটক জলাবদ্ধতা নিরসনে খাল খননকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে- বুড়িচংয়ে জেলা প্রশাসক রাস্তা শুধু ইট-পাথরের নয় এটা মানুষের জীবনরেখা: ডক্টর মোবারক হোসাইন লাকসামে সাংবাদিকদের হুমকিদাতাকে গ্রেপ্তার দাবিতে স্মারকলিপি মাদকসেবীর পক্ষে দাঁড়ালেন কুবির এক সমন্বয়ক ভর্তিচ্ছু শিক্ষার্থী সংকট; কুমিল্লা অঞ্চলে একাদশে ফাঁকা থাকবে দেড় লাখ আসন

জলাবদ্ধতা নিরসনে খাল খননকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে- বুড়িচংয়ে জেলা প্রশাসক

  • প্রকাশিতঃ বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৬ বার পঠিত

বুড়িচং প্রতিনিধি:

কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার বলেন, ুখাল-জলাশয় ছিল এক সময় এলাকার প্রাণ। দখল ও দূষণের কারণে সেগুলো আজ বিপন্ন। জনগণের অংশগ্রহণ ছাড়া দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব নয়।” এ বছর বুড়িচং উপজেলায় টিআর-কাবিখা প্রকল্পের বরাদ্দ থেকে জলাবদ্ধতা নিরসনে খাল খননকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। এ লক্ষ্যে ইউএনও’র নেতৃত্বে একটি কমিটি গঠন করে খাল ও নালাগুলো চিহ্নিত করার পাশাপাশি উদ্ধার ও খননের জন্য পরিকল্পনা ও বাজেট প্রণয়ন করা হবে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে কুমিল্লার বুড়িচং উপজেলায় নদী ও খাল রক্ষা, জলাবদ্ধতা নিরসন ও জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন।

সভায় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল নূর আশেক, সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক, বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মালেকুল আফতাব ভূঁইয়া, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী, কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন করিব, বিআরডিবি কর্মকর্তা রাসেল সারওয়ার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যোবায়ের হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা সাহেদুল আলম চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, খাদ্য কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নান, উপজেলা শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার, আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে এম আমিনুল ইসলাম এবং এরশাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

রাজনৈতিক দলের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি বুড়িচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. কবির হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির বাবুল।

এছাড়াও সভায় অংশ নেন সহকারী সমাজসেবা কর্মকর্তা আহমদ উল্লাহ, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, সহ-সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. আবদুল্লাহ, আপ্যায়ন সম্পাদক মো. ফয়েজ এবং প্রকাশনা সম্পাদক মো. আলমগীর হোসেন বাচ্চু মোল্লা।

এসময় বক্তারা বলেন, খাল ও নদী রক্ষায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সম্মিলিতভাবে উদ্যোগ নিতে হবে। জলাবদ্ধতা ও বন্যা প্রতিরোধে খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা জরুরি। এজন্য খাল দখলমুক্ত রাখা এবং নিয়মিত পরিষ্কার করতে হবে।

জেলা প্রশাসক সভা শেষে বুড়িচং থানাসহ উপজেলা ভূমি অফিস এবং আশেপাশের খাল সরেজমিন পরিদর্শন করেন। স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD