1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান - Dainik Cumilla
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

  • প্রকাশিতঃ সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৫৫ বার পঠিত

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (২৮ জুলাই) দুপুরে চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় হলরুমে এ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মু. মাহফুজুর রহমান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জামাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক ভিপি মো. জাহাঙ্গীর হোসেন, দাতা সদস্য কাজী আবু তাহের মাসুম।

এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ইউসুফ আলী, গোলাম মোস্তফা ভূঁইয়া, মো. মজিবুল হক পাটোয়ারী।

সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন জান্নাতুল মাওয়া জুঁই ও সানজিদা সামিয়া।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের গুণগত মান বৃদ্ধি, নিয়মিত পরিকল্পিত পাঠচর্চা, শৃঙ্খলা ও নৈতিকতার ওপর গুরুত্বারোপ করে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করে তা বাস্তবায়ন করা হবে। বিদ্যালয়ে শিক্ষক সংকট থাকলেও শীঘ্রই তা দূরিকরণে বিদ্যালয় কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। আগামীতেও যেন আরও বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে ভূমিকা রাখবে, আমরা সেই প্রত্যাশা করি।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

বর্ণাঢ্য এই আয়োজনটি শিক্ষার্থীদের সফলতা উদযাপনের পাশাপাশি ভবিষ্যতের জন্য একটি মাইলফলক ও দিকনির্দেশনামূলক অনুপ্রেরণার বার্তা হিসেবে কাজ করবে বলে সচেতন অভিভাবক মহল মনে করছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD