1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে চিওড়া ইউপি’র অংশীজনদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় - Dainik Cumilla
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

চৌদ্দগ্রামে চিওড়া ইউপি’র অংশীজনদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

  • প্রকাশিতঃ সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৫৮ বার পঠিত

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামের ১১নং চিওড়া ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বসাধারণের সহিত উপজেলা প্রশাসনের মতবিনিময় ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ইউনিয়নের সামগ্রীক উন্নয়নের লক্ষ্যে অংশীজনরা গুরুত্বপূর্ণ মতামত ও আলোচনা পেশ করেন। আলোচনার প্রেক্ষিতে চিহিৃত সমস্যাগুলো নিরসন সহ ইউনিয়নের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার ব্যাপারে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

সোমবার (২৮ জুলাই) দুপুরে চিওড়া ইউপি কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো: জামাল হোসেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: নুরুল হুদা তালুকদার।

চিওড়া ইউপি চেয়ারম্যান মো: আবু তাহের এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চিওড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো: শাহাজালাল টিপু, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী হাবীব আবু রাকিব, ইউনিয়ন জামায়াত নেতা মো: নাজমুল হক বাবর, বিএনপি নেতা কাজী মো: জাহাঙ্গীর হোসেন, চিওড়া বেগম ফয়েজুন্নেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: ফরিদ উদ্দিন, ইউপি সদস্য আবু তাহের হানিফ, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: এমদাদ উল্যাহ।

বিশিষ্ট সমাজসেবক মো: ইয়াছিন এর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিওড়া ইউপি’র প্রশাসনিক কর্মকর্তা মোসা: সেলিনা আক্তার, ইউপি সদস্য আ. ন. ম হোসাইন মোহাম্মদ নঈম, মো: আনোয়ার হোসেন পিন্টু, মো: জামাল উদ্দিন, মো: শাহজাহান, কাজী মো: জাবেদ, আব্দুল মমিন মজুমদার, সংরক্ষিত মহিলা সদস্য উম্মে মাখতুম মাহরোজা সোলতানা, সুফিয়া বেগম, ইউনিয়ন বিএনপি নেতা মো: মিজানুর রহমান হাজারী, ডা. শাহজাহান কবির সাজু, বিশিষ্ট সমাজসেবক হাফেজ মো: আবুল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD