চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামের ১১নং চিওড়া ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বসাধারণের সহিত উপজেলা প্রশাসনের মতবিনিময় ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ইউনিয়নের সামগ্রীক উন্নয়নের লক্ষ্যে অংশীজনরা গুরুত্বপূর্ণ মতামত ও আলোচনা পেশ করেন। আলোচনার প্রেক্ষিতে চিহিৃত সমস্যাগুলো নিরসন সহ ইউনিয়নের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার ব্যাপারে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
সোমবার (২৮ জুলাই) দুপুরে চিওড়া ইউপি কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো: জামাল হোসেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: নুরুল হুদা তালুকদার।
চিওড়া ইউপি চেয়ারম্যান মো: আবু তাহের এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চিওড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো: শাহাজালাল টিপু, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী হাবীব আবু রাকিব, ইউনিয়ন জামায়াত নেতা মো: নাজমুল হক বাবর, বিএনপি নেতা কাজী মো: জাহাঙ্গীর হোসেন, চিওড়া বেগম ফয়েজুন্নেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: ফরিদ উদ্দিন, ইউপি সদস্য আবু তাহের হানিফ, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: এমদাদ উল্যাহ।
বিশিষ্ট সমাজসেবক মো: ইয়াছিন এর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিওড়া ইউপি’র প্রশাসনিক কর্মকর্তা মোসা: সেলিনা আক্তার, ইউপি সদস্য আ. ন. ম হোসাইন মোহাম্মদ নঈম, মো: আনোয়ার হোসেন পিন্টু, মো: জামাল উদ্দিন, মো: শাহজাহান, কাজী মো: জাবেদ, আব্দুল মমিন মজুমদার, সংরক্ষিত মহিলা সদস্য উম্মে মাখতুম মাহরোজা সোলতানা, সুফিয়া বেগম, ইউনিয়ন বিএনপি নেতা মো: মিজানুর রহমান হাজারী, ডা. শাহজাহান কবির সাজু, বিশিষ্ট সমাজসেবক হাফেজ মো: আবুল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।