নিজস্ব প্রতিবেদক:, লাকসাম।।
জুলাই গণহত্যার বিচারের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা শাখার উদ্যোগে লাকসামে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
“জুলাই ট্র্যাজেডি: গণহত্যার বিচার চাই”—এই স্লোগান লেখা ব্যানার হাতে নিয়ে মিছিলটি কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম হাউজিং এস্টেট জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় ব্যাংক রোড চত্বরে। এতে অংশ নেন ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা দক্ষিণ জেলার শতশত নেতাকর্মী।
মিছিলে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ২০১৩ সালের জুলাই মাসে ধর্মীয় ও রাজনৈতিক মতাদর্শের কারণে শতাধিক নিরীহ মানুষকে গুলি করে হত্যা করা হয়। সেই নৃশংস হত্যাকাণ্ডের বিচার আজও না হওয়ায় তারা গভীর ক্ষোভ প্রকাশ করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সভাপতি মহিউদ্দিন রনি। তিনি বলেন, “জুলাই মাসে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গণহত্যা চালানো হয়েছিল। আজও সে হত্যাকাণ্ডের বিচার হয়নি। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সাবেক সভাপতি ও লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, সাবেক সভাপতি ও শ্যামপুর থানা জামায়াতের আমীর আবদুর রব ফারুকী এবং পৌর জামায়াতের সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা মাওলানা সহিদ উল্লাহ।
সমাবেশ পরিচালনা করেন, কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সেক্রেটারি জাহিদুল ইসলাম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন লাকসাম শহর শিবিরের সভাপতি নাজমুল ইসলাম, নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ শাখার সভাপতি মো. রিফাত হোসেনসহ বিপুল সংখ্যক ছাত্রনেতা।
উল্লেখ্য, জুলাই গণহত্যা দিবস উপলক্ষে সারাদেশে একযোগে ইসলামী ছাত্রশিবির বিক্ষোভ কর্মসূচি পালন করে।