1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে কুমিল্লায় বিএনপির মৌন মিছিল - Dainik Cumilla
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‎ব্রাহ্মণপাড়ায় অভিনব পন্থ্যায় ফলজ গাছের আড়ালে মাদক পাচারকালে ৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লা সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য জব্দ কুমিল্লায় বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থসহ একজন আটক নাঙ্গলকোটে এ্যাপোলো ডেন্টাল, ফিজিওথেরাপি এন্ড আই কেয়ার সেন্টার উদ্বোধন বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নাঙ্গলকোটে বিক্ষোভ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে কুমিল্লায় বিএনপির মৌন মিছিল বুড়িচংয়ে শহীদদের স্মরণে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত খেলাফত মজলিস মনোনীত কুমিল্লা-১০ আসনের প্রার্থী মাওলানা নুরুল আমিন ভূঁইয়া’র মোটর শোভাযাত্রা ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের রঙ-তুলিতে গণঅভ্যুত্থানের পুনর্জাগরণের চিত্র চৌদ্দগ্রামে নকল করার দায়ে আলিম পরীক্ষার্থী বহিষ্কার

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে কুমিল্লায় বিএনপির মৌন মিছিল

  • প্রকাশিতঃ শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৮ বার পঠিত

নেকবর হোসেন

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে সারা দেশের মতো কুমিল্লায়ও পালিত হয়েছে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
কান্দিরপাড়স্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিভিন্ন ওয়ার্ড ও উপজেলা থেকে বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে একত্রিত হন। পরে সেখান থেকে একটি বিশাল মৌন মিছিল বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজগঞ্জ মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব ও সমাপনী বক্তব্য দেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি আবু। বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। সঞ্চালনা করেনমহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমিরসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক বিএনপি কর্মী-সমর্থক।

বক্তারা বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহিদরা দেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রদূত। তাদের স্মরণে এই কর্মসূচি শুধু অতীতকে স্মরণ নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন শপথ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD