1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের রঙ-তুলিতে গণঅভ্যুত্থানের পুনর্জাগরণের চিত্র - Dainik Cumilla
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বুড়িচংয়ে শহীদদের স্মরণে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত খেলাফত মজলিস মনোনীত কুমিল্লা-১০ আসনের প্রার্থী মাওলানা নুরুল আমিন ভূঁইয়া’র মোটর শোভাযাত্রা ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের রঙ-তুলিতে গণঅভ্যুত্থানের পুনর্জাগরণের চিত্র চৌদ্দগ্রামে নকল করার দায়ে আলিম পরীক্ষার্থী বহিষ্কার অটোরিকশা চালক ১৫ লাখ টাকা ফেরত দিলেন মালিককে চৌদ্দগ্রামে চাঞ্চল্যকর মিশুক চালক সৈকত হত্যার রহস্য উদঘাটন; ঘাতক রিফাত আটক নাঙ্গলকোটে খাল থেকে যুবতীর লাশ উদ্ধার কুমিল্লায় র‍্যাবের অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার ভিক্টোরিয়া সরকারি কলেজ অবরুদ্ধকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষক পরিষদের মানববন্ধন জাতীয় সমাবেশ সফল করতে কুমিল্লায় জামায়াতের গণমিছিল

ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের রঙ-তুলিতে গণঅভ্যুত্থানের পুনর্জাগরণের চিত্র

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৩ বার পঠিত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও ২৪-এর শহীদ দিবস উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের রঙ-তুলিতে দেয়ালে দেয়ালে গণঅভ্যুত্থানের পুনর্জাগরণের চিত্র ফুটে উঠেছে।
বৃহস্পতিবার ( ১৭ জুলাই ) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা প্রশাসনের আয়োজনে চলে জুলাই স্মরণে শিক্ষার্থীদের ২৪- এর রঙে গ্রাফিতি কার্যক্রম।

জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি পালন ও ২৪-এর শহীদ দিবস উপলক্ষে দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে ২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দিয়েছে সরকার। এই নির্দেশনা বাস্তবায়নে উপজেলা শিক্ষা অফিস ও প্রশাসনের আয়োজনে এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই গ্রাফিতি কার্যক্রম পরিচালিত হয়। এতে উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাহমুদা জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল করিম। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিত ছিলেন।

সরেজমিনে দেখা গেছে, যেসব দেয়ালে দেয়ালে সাঁটানো ছিল বিভিন্ন ধরনের পোস্টার সেসব দেয়ালে দেয়ালে এখন জুলাই স্মরণে আঁকা হচ্ছে ২৪-এর গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত নানারকম ছবি ও স্লোগান। গণঅভ্যুত্থান লালন করা শিক্ষার্থীদের রঙ-তুলিতে জুলাই পুনর্জাগরণের চিত্র ফুটে উঠছে।

মারিয়া বিনতে এশা নামে এক শিক্ষার্থী বলেন, জুলাই আন্দোলনের একবছর পূর্তি উপলক্ষে আয়োজিত ২৪- এর রঙে গ্রাফিতি কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরে আমি উচ্ছ্বসিত। আমরা গ্রাফিতিতে ২৪-এর আন্দোলন ও বিজয়ের নানা চিত্র তুলে ধরেছি। আমাদের গ্রাফিতিতে জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণের চিত্র ফুটে উঠেছে।

মাহিদুল ইসলাম আরাফ নামে এক শিক্ষার্থী বলেন, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি উপেক্ষা করেই আমরা গ্রাফিতি আঁকছি। চব্বিশের আন্দোলন ও বিজয়ের নানা চিত্র তুলে ধরার চেষ্টা করছি আমাদের গ্রাফিতিতে। আশা করছি আমাদের গ্রাফিতি উপজেলা পর্যায়ে সেরা হবে এবং এই গ্রাফিতি থেকে জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ প্রসারিত হবে।

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান বলেন, জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি পালন উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষাপ্রতিষ্ঠানে ২৪- এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে জুলাই চেতনা, সৃজনশীলতা ও গণতান্ত্রিক চেতনার প্রতিফলন ঘটেছে। এ প্রতিযোগিতায় বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD