আবু কোরাইশ আপেল, দাউদকান্দি প্রতিনিধি।।
সম্প্রতি মহল বিশেষের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকে নিয়ে উদ্দেশ্যমূলক ও কুরুচিপূর্ণ বক্তব্যের জের ধরে ক্ষোভ বিরাজ করছে কুমিল্লার দাউদকান্দির বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে। এ ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েন তারা। বিক্ষোভ মিছিলে
দাউদকান্দি বাজার থেকে বিশ্বরোড পর্যন্ত লোকে-লোকারন্য হয়ে পড়ে।
বুধবার (১৬ জুলাই) বিকেলে দাউদকান্দি ও পৌর বিএনপিসহ সহযোগী সংগঠনের আয়োজনে দাউদকান্দি বাজারে দলটির উপজেলার প্রধান কার্যালয়ে সমবেত হয় স্থানীয় নেতাকর্মীরা।
এতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ড.খন্দকার মারুফ হোসেন।
বিক্ষোভ মিছিলে পৌর বিএনপি ছাড়াও উপজেলার ১৫ ইউনিয়নের সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলটি বিএনপির প্রধান কার্যালয় থেকে শুরু হয়ে বিশ্বরোড ঈদগাঁ মাঠে গিয়ে শেষ হয়। মিছিলে বিক্ষুব্ধরা রাজাকার ও এনসিপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক এম এ লতিফ ভূইয়া, পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক পিটার চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সদস্য সচিব কাউছার আলম সরকারসহ অন্যান্যরা।