1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বৃদ্ধাকে নিয়ে বিড়ম্বনায় হাসপাতাল কর্তৃপক্ষ - Dainik Cumilla
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

বৃদ্ধাকে নিয়ে বিড়ম্বনায় হাসপাতাল কর্তৃপক্ষ

  • প্রকাশিতঃ রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৫৬ বার পঠিত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:
বয়সের ভারে অনেকটাই ন্যুব্জ। শরীরে বেঁধেছে বার্ধক্যজনিত নানা রোগ। বয়স আনুমানিক ৭৫ বছর। পরনে তাঁর খয়েরী রঙের ম্যাক্সি ও গাঢ় নীল রঙের সালোয়ার। মাথায় পাকা চুল। গায়ের রং ফর্সা। অজ্ঞাত পরিচয়ের এই নারী গত কিছুদিন যাবত ভর্তি রয়েছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছেন, গত কিছুদিন ধরে হাসপাতাল কমপ্লেক্সে ঘোরাঘুরি করছিল ওই বৃদ্ধা। পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসলে গত ৩ জুলাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃদ্ধার চিকিৎসার ভার নেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এখনো পাওয়া যাচ্ছে না তাঁর পরিবারের খোঁজ।

চিকিৎসকরা বলছেন, সত্তরোর্ধ এই নারী বার্ধক্যজনিত অসুস্থতার পাশাপাশি মানসিকভাবেও অসুস্থ। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েও বৃদ্ধা হাসপাতাল ছেড়ে যেতে রাজি হচ্ছেন না। যার ফলে অজ্ঞাত পরিচয়ের ওই বৃদ্ধাকে নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ পড়েছেন বিড়ম্বনায়।

এদিকে হাসপাতালের ভর্তি রেজিস্টারে ওই নারীর নাম লেখা রয়েছে সাজেদা বেগম। স্বামীর নাম ছন্দু মিয়া। গ্রামের নাম কল্পবাস। তবে তিনি একেক সময় একেক ঠিকানা বলছেন। এতে তার পরিচয় বের করতে বিপাকে পড়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

সরেজমিনে হাসপাতালে দেখা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডের বেডে শুয়ে আছেন সত্তরোর্ধ ওই নারী। উসকোখুসকো চুল ও পরনে অপরিষ্কার কাপড়। নিয়মিত গোসল নেই বলে শরীরেও ময়লা জমে আছে। হাতে লাগানো আছে ক্যানুলা। পাশে কেউ গেলেই উঠে বসছেন তিনি। কখনো চুপচাপ আবার কখনো রেগে উঠছেন। বাড়ি যাবার কথা বললেই বেশি রেগে উঠছেন তিনি। বিড়বিড় করে বলছেন অস্পষ্ট অনেক কথা। কিছু কিছু কথা বোঝা গেলেও অধিকাংশ কথাই বোঝা যাচ্ছে না। তিনি তার নাম ও স্বামীর নাম ঠিকঠাক বলছেন। গ্রামের নাম একেক সময় একেক রকম বলছেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের আন্তঃবিভাগের ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স রোকসানা আক্তার বলেন, গত কিছুদিন থেকেই বৃদ্ধা মহিলাটি হাসপাতালে ঘোরাঘুরি করছিল। পরে তাঁর চিকিৎসা নিশ্চিত করার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর সাথে পরিবারের কেউ নেই। আমরাই তাঁর সেবা-যত্ন করছি। তবে তিনি বিছানাতেই প্রস্রাব ও মলত্যাগ করছেন। এতে অন্য রোগীদের মধ্যে বিরূপ প্রভাব পড়ছে। ছাড়পত্র দেয়া হলেও তিনি হাসপাতাল ছেড়ে যেতে রাজি হচ্ছেন না। বাড়ি যেতে বললেই তিনি রেগে যাচ্ছেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শেখ হাসিবুর রেজা বলেন, অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধাকে দায়িত্ব নিয়ে আমরা চিকিৎসা দিয়েছি। আমাদের নার্সরা তাঁর সর্বোচ্চ সেবা-যত্ন করেছেন। তিনি এখন শারীরিকভাবে অনেকটাই সুস্থ। তবে তিনি মানসিকভাবে অসুস্থ। তাঁর মানসিক চিকিৎসা প্রয়োজন। ওই বৃদ্ধার স্বজনদের খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা বৃদ্ধার স্বজনদের খোঁজ নেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছি। তবে তাঁর স্বজনদের খোঁজ না পাওয়া গেলে আমরা দায়িত্ব নিয়ে মানসিক রোগের চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাবো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD