1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে শ্বশুর বাড়ীর জমি নিয়ে জালিয়াতির ঘটনায় দায়েরকৃত মামলায় আদালতে চার্জ গঠন - Dainik Cumilla
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান; ৯৫ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ নকলের দায়ে চৌদ্দগ্রাম সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার দাউদকান্দিতে ৩০ লাখ টাকার মালামালসহ কাভার্ডভ্যান ছিনতাই, গ্রেপ্তার ১ চৌদ্দগ্রামে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে বিজিবি’র হাতে যুবক আটক জলাবদ্ধতা নিরসনে খাল খননকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে- বুড়িচংয়ে জেলা প্রশাসক রাস্তা শুধু ইট-পাথরের নয় এটা মানুষের জীবনরেখা: ডক্টর মোবারক হোসাইন লাকসামে সাংবাদিকদের হুমকিদাতাকে গ্রেপ্তার দাবিতে স্মারকলিপি মাদকসেবীর পক্ষে দাঁড়ালেন কুবির এক সমন্বয়ক ভর্তিচ্ছু শিক্ষার্থী সংকট; কুমিল্লা অঞ্চলে একাদশে ফাঁকা থাকবে দেড় লাখ আসন চাঁদাবাজির দায়ে লাকসামের সফিউল্লা যুবদল থেকে বহিষ্কার

চৌদ্দগ্রামে শ্বশুর বাড়ীর জমি নিয়ে জালিয়াতির ঘটনায় দায়েরকৃত মামলায় আদালতে চার্জ গঠন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৮৪ বার পঠিত

 

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের নোয়াপুরে মেয়ে জামাতা কর্তৃক শ্বশুর বাড়ির জায়গা-জমির দলিল জালিয়াতির ঘটনায় আদালতে দায়েরকৃত মামলায় বাদী পক্ষের আরজির প্রেক্ষিতে চার্জ গঠনের নির্দেশ দিয়েছে আদালতে। পিতার সম্পত্তি জালজালিয়াতি করে ভাইদেরকে বঞ্চিত করার অসৎ উদ্দেশ্যে স্বামীর নামে জমি লিখে দেওয়ায় কুমিল্লার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভুক্তভোগি কর্তৃক দায়েরকৃত মামলায় আসামীদের বিরুদ্ধে দীর্ঘ শুনানি শেষে গত সোমবার আদালত আসামীদের বিরুদ্ধে চার্জ গঠন করেন। চাঞ্চল্যকর এমন ঘটনাটি ঘটেছে উপজেলার চিওড়া ইউনিয়নের নোয়াপুর মজুমদার বাড়িতে।

আদালত সূত্র ও মামলার বাদী, ভুক্তভোগি তামজিদ মজুমদারের দায়েরকৃত এজাহার থেকে জানা যায়, বাদী তামজিদ মজুমদারের অগোচরে তার পিতার সম্পত্তির ২৩ শতক ভূমি তারই আপন দুই ভগ্নিপতি পরশুরাম উপজেলার রাজেশপুর গ্রামের আবু ইউছুফ ও ফেনী শহরের আলোকদিয়া গ্রামের আবুল কালাম একে অপরের যোগসাজসে এবং তাদের স্ত্রীদের সহায়তায় একই দাগের জায়গা স্বাক্ষর, ছবি ও টিপ সই জালিয়াতি করে নিজেদের নামে লিখে নেয়। পরবর্তীতে বিভিন্ন সময় মামলায় উল্লেখিত আসামীরা উক্ত জায়গা জবর-দখল করতে এলে ভুক্তভোগী তামজিদ মজুমদার স্থানীয় গণ্যমান্য লোকজনের সহযোগিতা নিয়ে বাধা প্রদান করেন। বিষয়টির সুষ্ঠু সমাধানের লক্ষ্যে ভুক্তভোগি তামজিদ মজুমদার গত ০১/১০/২০২২ইং তারিখে আদালতে একটি জালিয়াতি ও প্রতারণার মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে তৎকালীন সময়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো: রেজাউল করিম দীর্ঘ তদন্ত শেষে ঘটনার সত্যতা ও প্রমাণ পেয়ে আসামীদের বিরুদ্ধে আদালতে ৪৬৩/৪৬৪/৪৬৭/৪৬৮/৪৭১ ধারায় রিপোর্ট দাখিল করেন। এরই প্রেিিক্ষতে দীর্ঘ শুনানি শেষে গত ২৬/০৫/২০২৫ইং তারিখে আদালত আসামীদের বিরুদ্ধে চার্জ গঠন করেন এবং ভুয়া দলিলটি বাতিলের আদেশ প্রদান করেন। এক পর্যবেক্ষণে আদালত বলেন, পিতার সম্পত্তির নিরাপত্তার স্বার্থে আপন ভাইয়েরা তাদের বোনদেরকে আমানাত দিলে অভিযুক্ত দুই চতুর বোন প্রলোভনে পড়ে এবং তাদের ভাইদেরকে পথে নামানোর হীন উদ্দেশ্যে নিজ নিজ স্বামীকে রাজা বানাইতে গিয়ে ভুয়া দলিলের মাধ্যমে জমি লিখে দিয়ে আজ নিজেরাই ফেঁসে গেলেন। অপর দিকে আদালতে মামলা চলাকালীন সময়ে মামলার বাদীর বড় ভাই কুয়েত প্রবাসী সাইফুর রহমান মজুমদারের নির্মাণাধীণ বাড়ীতে গত ২৮/১২/২০২৪ইং তারিখে অভিযুক্ত আবু ইউছুফ ২০/৩০জন সন্ত্রাসী প্রকৃতির লোকজন নিয়ে হামলা ও লুটপাট চালিয়ে জোরপূর্বক সাইফুর রহমানের বাড়ী দখল করে নেয় এবং স্থানীয় একটি রাজনৈতিক প্রভাবশালী মহলকে পাওয়ার অব অ্যাটর্নি করে মোটা অংকের চাঁদা দাবী করে। এ বিষয়ে ভুক্তভোগির স্ত্রী চৌদ্দগ্রাম থানায় আবু ইউছুফ সহ অজ্ঞাতনামা আরও ২০/৩০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করে এবং পরিস্থিতি স্থিতিশীল করে। ভ্ক্তুভোগি কর্তৃক আদালতে দায়েরকৃত অপর একটি মামলায় কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর আদালত বিবাদমান ওই ২৩ শতক জমির ওপর স্থিতি অবস্থা (নিষেধাজ্ঞা) জারী করে এবং চৌদ্দগ্রাম থানা পুলিশকে সরেজমিন তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের আদেশ প্রদান করেন। মামলার তদন্ত কর্মকর্তা কাগজপত্র পর্যালোচনা করে গত ১৬/৪/২০২৫ইং তারিখে বাদীর পক্ষে বিজ্ঞ আদালতে তদন্ত রিপোর্ট দাখিল করেন। সোমবার আদালত অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন করেন। দলিল জালিয়াতির মাধ্যমে প্রবাসীর বাড়ি দখলের অপচেষ্টা ও হয়রানির প্রতিবাদে স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। বিষয়টি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD