বুড়িচং প্রতিনিধি:
বুড়িচং উপজেলা সদরে অবস্থিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বুড়িচং ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের উদ্দেশ্যে মিলাদ ও দোয়ার অনুষ্ঠান মাদ্রাসা মিলনায়তনে অধ্যক্ষ মাওলানা মুফতি আবুল হোসেন আল কাদরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৬ মে, সোমবার সকাল ১১ টায় অনুষ্ঠিত মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নান, ভাইস প্রিন্সিপাল মাওলানা কাজী ফখরুদ্দীন, বুড়িচং প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, দাতা সদস্য মোঃ আবদুর রশিদ, মোঃ বাছির উদ্দিন রেজভী ও আবুল কালাম মোঃ আব্দুল্লাহ।
মোঃ নেয়ামত উল্লাহ, মোস্তফা কামাল ও মোঃ আবদুর রব এর সঞ্চালনায় অনুষ্ঠানে পরীক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, মোঃ কাউছার রাজা,পরীক্ষার্থীদের পক্ষে সাইফুল ইসলাম পাঠান।
কোরআন তেলাওয়াত,হামদে বারী তায়ালা ও নাতে রাসুল সা: এর মাধ্যমে শুরু হয়ে অনুষ্ঠানটি শেষ হয়, মিলাদ, কিয়াম, দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি আবুল হোসেন আল কাদরী।