নিজস্ব প্রতিবেদক:
সম্প্রতি প্রগ্রেস মোটরস ইমপোর্টস লিমিটেড (PMIL)-এর একটি উদ্যোগ এবং দেশের প্রথম পাবলিক ইলেকট্রিক ভেহিকেল (EV) চার্জিং নেটওয়ার্ক কোম্পানি “এখন চার্জ” কুমিল্লায় তাদের দ্বিতীয় ডিসি ফাস্ট চার্জিং স্টেশন চালু করেছে। এর আগে ঢাকার তেজগাঁও-এ দেশের প্রথম পাবলিক হাই-স্পিড ডিসি চার্জিং স্টেশন চালুর মাধ্যমে ইভি চার্জিং পরিকাঠামোর ভিত্তি স্থাপন করে প্রগ্রেস মোটরস ইমপোর্টস লিমিটেড । এই উদ্যোগ দেশের টেকসই পরিবহন খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ইভি ব্যবহারকারীদের জন্য আরও সহজলভ্য ও নির্ভরযোগ্য চার্জিং সুবিধা নিশ্চিত করবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়ার কাবাব এক্সপ্রেস রেস্টুরেন্টে অবস্থিত স্টেশনটিতে চার্জিং সুবিধা পাবেন বৈদ্যুতিক গাড়ির মালিকেরা। ১৮০ কিলোওয়াট ক্ষমতার এই চার্জিং সুবিধায় ২০ মিনিটেই সম্পূর্ণ চার্জ করা সম্ভব বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। স্টেশনটি সকল ব্র্যান্ডের (সিসিএস২ কমপ্লায়েন্ট) ইভি গাড়ি ব্যবহার করতে পারবে।
স্থানীয় সক্ষমতা বৃদ্ধির জন্য প্রগ্রেস মোটরস ইমপোর্টস লিমিটেড একটি আলাদা মোবাইল অ্যাপ এবং চার্জিং নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করেছে। ব্যবহারকারীরা আইওএস অ্যাপ স্টোর এবং গুগল প্লে স্টোর থেকে ‘এখন চার্জ’ অ্যাপটি ডাউনলোড করে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। অ্যাপের মাধ্যমে চার্জিং স্টেশনের অবস্থান খুঁজে পাওয়া, চার্জিং শুরু করা, চার্জিং সময় ট্র্যাক করা এবং বিল পরিশোধসহ পুরো চার্জিং প্রক্রিয়া দেখা যাবে।
সেবা নিশ্চিত করতে প্রগ্রেস মোটরস ইমপোর্টস লিমিটেড সিমেন্স, ভল্টিক, অরোরা এবং টিবিইএর মতো বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব করেছে। ‘এখন চার্জ’ বর্তমানে দেশের উত্তর ও পূর্বাঞ্চলে ডিসি ফাস্ট চার্জিং স্টেশন সম্প্রসারণের কাজ চালিয়ে যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হ্নয়।
এখন চার্জের দ্বিতীয় চার্জিং স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রগ্রেস মোটরস ইমপোর্টস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ ব্যবস্থাপক (অ্যাডমিন) আব্দুস সালাম টোটন, ব্যবস্থাপক (সাপ্লাই চেইন ও অপারেশনস) রাকাত জাহান আহমেদ শাহরীন এবং ব্যবস্থাপক (এইচআর ও অ্যাডমিন) মো. সোহাগ খান। ইভি পার্টনার হিসেবে অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিওয়াইডি বাংলাদেশ। বিওয়াইডি বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন নেটওয়ার্ক ডেভেলপমেন্ট প্রধান মিথুন ভট্টাচার্য, বিক্রয় প্রধান ফাহমিদ ফেরদৌস এবং সার্ভিস প্রধান মোজ্জাম্মেল হক।