ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ৩৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির আধুনিক সুবিধা পৌঁছে দিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উদ্যোগে বুধবার (১৪ মে) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এ ল্যাপটপ বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন।
এছাড়া উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জয়নাল আবেদীন, স্থানীয় প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো. শফিকুল ইসলাম, মো. এরশাদ মিয়া, দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুল হকসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও অন্যান্য শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বক্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ সরকারের একটি সময়োপযোগী ও যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য পাঠদান পদ্ধতি আরও সহজ, বর্ণনাধর্মী ও আকর্ষণীয় হবে। একইসাথে শিক্ষকরা প্রশাসনিক কাজেও প্রযুক্তির মাধ্যমে আরও দক্ষতা অর্জন করতে পারবেন।
এতে করে প্রাথমিক শিক্ষার মান যেমন উন্নত হবে, তেমনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আধুনিক শিক্ষার সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।