1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লা সিটি করপোরেশন ঘোষিত নাগরিক সেবামূল্য স্থগিত - Dainik Cumilla
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়ায় ছড়িয়ে পড়ছে ছোঁয়াচে রোগ স্ক্যাবিস কুসিকের প্রধান নির্বাহী সামছুল আলমকে অবমুক্ত করল জনপ্রশাসন মন্ত্রণালয় কুমিল্লায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু নাঙ্গলকোটের হোমনাবাদ আদর্শ কলেজ গভর্নিং বডি সভাপতি জাফর সাদিক, বিদ্যোৎসাহী আবু ইউনুস হাসান মানিক ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মরদেহ উদ্ধার কুমিল্লা সিটি করপোরেশন ঘোষিত নাগরিক সেবামূল্য স্থগিত কুমিল্লায় তেল কম দেওয়ায় একটি পেট্রোল পাম্প সিলগালা করল বিএসটিআই চান্দিনায় কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি স্কেলের আঘাতে শিশুর চোখ ক্ষতিগ্রস্ত: কুমিল্লার সেই স্কুলশিক্ষক গ্রেপ্তার নাঙ্গলকোটে বিএনপির সম্মেলনে সন্ত্রাসী হামলায় আহতদের পাশে বিএনপি, কমিটি বাতিল

কুমিল্লা সিটি করপোরেশন ঘোষিত নাগরিক সেবামূল্য স্থগিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৭ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লা সিটি করপোরেশনের ঘোষিত নাগরিক সেবামূল্য স্থগিত করেছেন প্রশাসক সাইফ উদ্দিন আহমেদ।

সোমবার দুপুর সাড়ে ১২ টায় তাঁর দপ্তরে নগরের বাসিন্দারা স্মারকলিপি দেন। স্মারকলিপি পড়ে ও নাগরিকদের সঙ্গে কথা বলে তিনি তা স্থগিত করেন। চলতি মাসের ১ তারিখ থেকে সেটি কার্যকর করার কথা ছিল।

স্মারকরিপিতে বলা হয়,আমরা কুমিল্লা সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা। গত ২০ জানুয়ারি কুমিল্লা সিটি করপোরেশন নাগরিক সেবার মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। এরপর গত ১৫ এপ্রিল সিটি করপোরেশনের সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা এতে স্বাক্ষর করেন। এতে ২৩ টি নাগরিক সেবার বর্তমান মূল্য ও পুনঃনির্ধারিত মূল্য তুলে ধরা হয়। এতে ১৯ টি খাতে মূল্য বাড়ানো হয়। এইক্ষেত্রে পাঁচগুণ টাকা বাড়ানো হয় ১৫ টি খাতে। কোন ধরনের গণশুনানি ছাড়া এভাবে মূল্য বাড়ানোর নজির নেই।স্মারকলিপিতে বলা হয়, জানুয়ারি মাসের সিদ্ধান্ত, হঠাৎ করে মে মাসে বাজেটের একমাস আগে জানান দেওয়া হয়। এতোদিন এই সিদ্ধান্ত কেন জানানো হল না। আবার বলা হচ্ছে ১ মে থেকে এটি কার্যকর হবে।

বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির যুগে এভাবে জনস্বার্থ বিরোধী মূল্য তালিকা বৃদ্ধি কোনভাবেই কাম্য হতে পারে না।
কুমিল্লা সিটি করপোরেশন লাভবান। এখানে টাকার অভাব নেই। কর্মকর্তা কর্মচারী ও দৈনিক মজুরি ভিত্তিক কর্মীরা নিয়মিত বেতন ভাতা পাচ্ছেন। সিটি করপোরেশনে ১৫৩৮ কোটি ১০ লাখ টাকার অধিকতর উন্নয়ন কাজ চলছে। অন্যান্য ফি নগরবাসী দিচ্ছেন। এমতাবস্থায় জনস্বার্থ বিরোধী পুনঃনির্ধারিত মূল্যতালিকা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় নগরবাসীকে নিয়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দাদের পক্ষে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, কলেজ শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন, প্রকৌশলী আকবর হোসেন প্রমুখ।
মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, কোন ধরনের গণশুনানি ছাড়া পাঁচগুণ সেবামূল্য বাড়ানো হয়। এটা মানা যায় না। আমরা প্রশাসক মহোদয় কে সেটি বাতিল করার কথা বলেছি। আমাদের বক্তব্য শুনে তিনি তা স্থগিত করেছেন।

প্রশাসক সাইফ উদ্দিন আহমেদ বলেন, সেবামূল্য পুনঃনির্ধারন স্থগিত করা হল। এটা নিয়ে আমরা আবার বসবো। সবার সঙ্গে কথা বলব।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD