1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লায় বিপিএল চ্যাম্পিয়নদের বিজয় উৎসব - Dainik Cumilla
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা ট্রমা হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ আমার পরিচয়ে কেউ তদবির-চাঁদাবাজি করলে আইনি ব্যবস্থা নিন: আবু রায়হান দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক দেশ গড়তে যোগ্য ও সৎ মানুষের বিকল্প নেই…ডক্টর এডভোকেট মোবারক হোসাইন ব্রাহ্মণপাড়ার সালদানদী বিজিবির অভিযানে দুই ভারতীয় নাগরিক আটক ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিন মালিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা, ৬শ ফোট পাইপ বিনষ্ট কুমিল্লায় বিজিবির অভিযানে ২৭ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ কুমিল্লায় ১২ মামলার আসামি ইয়বাসহ গ্রেফতার ব্রাহ্মণপাড়ায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাচ্ছে প্রায় ৩৭ হাজার শিশু চৌদ্দগ্রামে পরিবারের সাথে অভিমানে বিষপানে গৃহবধূর আত্মহত্যা দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশাচালক নিহত

কুমিল্লায় বিপিএল চ্যাম্পিয়নদের বিজয় উৎসব

  • প্রকাশিতঃ সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৩৪৮ বার পঠিত

নেকবর হোসেন ।।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিজয় উদযাপনের অংশ হিসেবে কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে ‘ভিক্টোরিয়ান্স মেলা’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ মার্চ) এ আয়োজন ঘিরে কুমিল্লাজুড়ে ছিল সাজ সাজ রব, চারদিকে ছড়িয়ে পড়ে উৎসবের রেণু। চারবারের চ্যাম্পিয়নদের হাসিমুখে, ফুলে ফুলে বরণ করে নেয় কুমিল্লাবাসী। নেচে-গেয়ে, আনন্দ-আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।

ভিক্টোরিয়ান্সের বিজয় উৎসব উপলক্ষে সোমবার বিকালে একটি ছাদখোলা বাসে করে ভিক্টোরিয়ান্সের চেয়ারপারসন নাফিসা কামালসহ দলের খেলোয়াড়-কর্মকর্তা শহর প্রদক্ষিণ করে লালমাই উপজেলার জামতলীতে ভিক্টোরিয়ান্স মেলায় যোগ দেন। টিম ভিক্টোরিয়ান্সকে বহনকারী বাসটি শহরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ক্রিকেটপ্রেমীরা তাদেরকে স্বাগত জানায়। সড়কের দুপাশে দাঁড়িয়ে ফুল ছিটিয়ে ‘ভিক্টোরিয়ান্স’, ‘ভিক্টোরিয়ান্স’ স্লোগানে মুখর করে তুলে পরিবেশ।

এসময় বাসে থাকা ভিক্টোরিয়ান্সের চেয়ারপারসন নাফিসা কামাল, দলের অধিনায়ক ইমরুল কায়েস, কোচ সালাউদ্দিন আহমেদসহ খেলোয়াড়-কর্মকর্তারা হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন।

বিকাল ৪টার দিকে শহরে প্রবেশ করা ছাদখোলা বাসটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সন্ধ্যা সোয়া ৬টার দিকে ভিক্টোরিয়ান্স মেলার মূল আয়োজনস্থল লালমাইয়ের জামতলী মাঠে এসে প্রবেশ করে। সেখানে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা পর্ব ও চ্যাম্পিয়ন ট্রফি প্রদর্শন।

চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্নিমার মনোমুগ্ধকর উপস্থাপনায় নিজের অনুভূতি ও ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে বক্তব্য রাখেন ভিক্টোরিয়ান্সের চেয়ারপারসন নাফিসা কামাল।

তিনি বলেন, কুমিল্লা ভিক্টোরিয়ান্স একটি গ্লোবাল ব্র্যান্ড। এর পেছনের কারিগর কুমিল্লাবাসী। জয়-পরাজয় সব সময়েই কুমিল্লাবাসী দলের পাশে থাকেন, এ বিষয়টা আমাকে বেশি প্রেরণা দেয়। আপনাদের ভালোবাসা ভুলব না। এ দলটা আপনাদের, আমি শুধু দায়িত্ব পালন করে থাকি। আমি চেষ্টা করব কুমিল্লার নামটা যেন সবার উপরে থাকে। আপনারা শুধু দোয়া করবেন, পাশে থাকবেন। আগামীতেও আমরা চ্যাম্পিয়ন হব ইনশাআল্লাহ।

এ সময় তিনি ভিক্টোরিয়ান্সের সফলতার মূল কারিগর তার বাবা অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কথা বারবার উচ্চারণ করেন। পরে তিনি তার সঙ্গে আসা দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের মঞ্চে ডেকে তুলে উপস্থিত দর্শকদের সামনে তাদের অবদানের কথা তুলে ধরেন। এসময় আরো বক্তব্য রাখেন দলের কোচ সালাউদ্দিন আহমেদ, অধিনায়ক ইমরুল কায়েস।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD