বুড়িচং প্রতিনিধি:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার পরিহল এলাকায় থেমে থাকা রড বোঝাই লরিকে ঢাকাগামী আল আরাফা পরিবহনের বাসের ধাক্কায় নিহত -১,আহত- ১০।
১০ মে, (শনিবার) বিকেল ৫ টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে নিহত হয়েছেন ১ জন, এসময় নারী -শিশুসহ আহত হয়েছেন ১০ জন।
নিহত ব্যক্তি হলেন লড়ি চালক বিপ্লব বাবু (৩৫) পিতা, সুলতান আহমেদ ,দিনাজপুর।
ময়নামতি হাইওয়ে পুলিশ ও স্থানীয় সাংবাদিক জাকির হোসেন জানিয়েছেন, বৃষ্টির কারণে রড বোঝাই লড়িটিকে ত্রিপাল দিয়ে ঢাকার জন্য থামালে পিছন থেকে আসা ঢাকাগামী আল আরাফাহ বাসটি ধাক্কা দিলে এ দূর্ঘটনাটি ঘটে।এসম ঘটনাস্থলেই লড়ি চালক মারা যায়।আহত নারী – শিশু সহ ১০ জনকে ইন্টার্ন মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার
ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির লাশ সহ লড়ি ও বাসটিকে থানায় নিয়ে আসেন।