বুড়িচং প্রতিনিধি:
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন
গত ৮ মে , বৃহস্পতিবার রাতে কালিকাপুর বাজার বন্ধন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ।
ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল মাস্টারের সভাপতিত্বে এবং ওমর ফারুকের সঞ্চালনায় সম্মেলনে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল,সাবেক এমপি ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক,জাকারিয়া তাহের সুমন। কিন্তু তিনি ব্যস্ততার কারণে আসতে পারেনি।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বর্তমান কমিটির সদস্য হাজী জসিম উদ্দিন জসিম।
বিশেষ অতিথি ছিলেন, বুড়িচং উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী এটিএম মিজানুর রহমন।
বক্তব্য রাখেন, বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট ফারুক আহমেদ, উপজেলা বিএনপি, সদস্য সচিব হাজী কবির হোসেন, উপজেলা আহবায়ক কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা মোঃ আছাদুজ্জামান মনির,কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সবুজ, বুড়িচং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী মোঃ জসিম উদ্দিন, সভাপতি প্রার্থী ও সাবেক ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইন্জিনিয়ার মোঃ আবুল বাসার, সাধারন সম্পাদক প্রার্থী ও সাবেক ছাত্রনেতা মোঃ এমদাদুল হক পলাশ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মোঃ বিল্লাল হোসেন, বাকশীমূল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক একেএম শাহজাহান, সদস্য সচিব ইন্জিনিয়ার মাহবুব আলম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জামশেদ চৌধুরী, সদস্য সচিব মোঃ কামাল হোসেন। উক্ত সম্মেলনে সভাপতি পদে একাধিক প্রার্থী ছিল । উৎসবমুখর পরিবেশে ঐদিন সন্ধ্যা থেকে রাত প্রায় ১০ পর্যন্ত অনুষ্ঠানটি চলে। এসময় নেতৃবৃন্দ বলেন,আগামী ২/১ দিনের মধ্যে কমিটি ঘোষণা করা হবে।আমরা বিগত দিনের কর্মকাণ্ড বিচার, বিশ্লেষণ এবং যোগ্য ও ত্যাগী কর্মীদের মূল্যায়ন করার চেষ্টা করব। উপস্থিত বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আসুন জননেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির প্রাণ জননেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমরা ঐক্যবদ্ধ ভাবে মিলে মিশে কাজ করি।