1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচং প্রেসক্লাবের আয়োজনে ইউএনও'কে বিদায়ী সংবর্ধনা - Dainik Cumilla
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার চান্দিনায় আওয়ামী লীগের ৫ নেতা-কর্মী আটক কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বুড়িচং প্রেসক্লাবের আয়োজনে ইউএনও’কে বিদায়ী সংবর্ধনা

  • প্রকাশিতঃ শনিবার, ৩ মে, ২০২৫
  • ৯৫ বার পঠিত

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাহিদা আক্তার’কে বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (৩ মে) দুপুরে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিদায়ী ইউএনও সাহিদা আক্তার।

অনুষ্ঠোনে উপস্থিত বক্তারা বিদায়ী ইউএনও’র কর্মকালের প্রশংসা করে বলেন, ুতিনি দক্ষতা, আন্তরিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর সময়েই উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হয়েছে।”

বিদায়ী ইউএনও সাহিদা আক্তার তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ুবুড়িচংয়ে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সহযোগিতা ও আন্তরিকতা আমার কর্মপথকে সহজ করেছে। আমি সকলের প্রতি কৃতজ্ঞ এবং এ সহযোগিতা আজীবন মনে রাখবো।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোসলেহ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, প্রচার সম্পাদক মোঃ শরিফুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাফি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ আব্দুল্লাহ, আপ্যায়ন ও ক্রীড়া সম্পাদক ফয়েজ আহমেদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন মোল্লা, সদস্য মোহাম্মদ তাজুল ইসলাম, আলাউদ্দিন আহম্মেদ, কিবরিয়াসহ আরো অনেকে।

পরে প্রেস ক্লাবের পক্ষ থেকে ইউএনও’কে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। এতে স্থানীয় গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD