1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়া মাধবপুর ইউনিয়ন গ্রাম পুলিশের দায়িত্ব পালনে অবহেলা, ব্যাহত হচ্ছে কার্যক্রম - Dainik Cumilla
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

ব্রাহ্মণপাড়া মাধবপুর ইউনিয়ন গ্রাম পুলিশের দায়িত্ব পালনে অবহেলা, ব্যাহত হচ্ছে কার্যক্রম

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।।

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ১নং মাধবপুর ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশের দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে। এতে করে ব্যাহত হচ্ছে পরিষদের স্বাভাবিক কার্যক্রম।

এবিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফরিদ উদ্দিন উপজেলা নির্বাহী অফিসার এর নিকট একটি লিখিত অভিযোগ করেছেন। সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়, অত্র ইউনিয়ন পরিষদে ১০ জন গ্রাম পুলিশ সদস্যর মধ্যে আব্দুল আওয়াল নামে একজন সদস্য কিছুদিন আগে অবসরে চলে যায়। আরেক জন মহিলা গ্রাম পুলিশ মোরশেদা বেগম মাতৃত্বকালীন ছুটিতে আছেন। গ্রাম পুলিশ দফাদার মো. নসু মিয়া ও গ্রাম পুলিশ মো. সাগর মিয়া বর্তমানে ইউনিয়ন পরিষদে নিয়মিত ডিউটি করছেন। অপরদিকে অমর চাঁন নামে আরেক গ্রাম পুলিশ রাত্রীকালীন ডিউটি পালন করে। অন্যান্য সদস্যরা হলেন- ৭নং ওয়ার্ড মো. শাহীন মিয়া, ৫ নং ওয়ার্ড দেলু মিয়া, ৬ নং ওয়ার্ড ছাব্বির হোসেন, ২ নং ওয়ার্ড ইসহাক মিয়া, ৩ নং ওয়ার্ড আবুল হোসেন গত দুই মাস যাবৎ ডিউটি করছে না।

এতে করে ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম ব্যাহত হচ্ছে। গ্রাম পুলিশের দায়িত্বে অবহেলা ভোগান্তিতে পড়েছে সেবাগ্রহীতারা। জন্মনিবন্ধন থেকে শুরু করে অফিসের সকল কার্যক্রম ব্যাহত হচ্ছে। ইউনিয়ন পরিষদ সচিব মো. সুমন মিয়া বলেন, গত কয়েক মাস থেকে গ্রাম পুলিশ সদস্যরা ডিউটি পালন করছে না। এতে করে জন্মনিবন্ধন থেকে শুরু করে অফিসের সকল কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। সেবাগ্রহীতারা সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

এবিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. ফরিদ উদ্দিন বলেন, গ্রাম পুলিশ সদস্যদের অনেকবার অফিসে ডেকে এনে ডিউটি করার কথা বলা হয়েছে। কিন্তু তারা কোন কথাই শুনে না। তারা তাদের ডিউটি না করার কারনে পরিষদের কিছু কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এবিষয়ে ইউএনও বরাবর একটি দরখাস্ত দেওয়া হয়েছে। অতি শীঘ্রই একটি ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD