1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ল বীর মুক্তিযোদ্ধার বসতঘর, প্রশাসনের সহায়তা প্রদান - Dainik Cumilla
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ল বীর মুক্তিযোদ্ধার বসতঘর, প্রশাসনের সহায়তা প্রদান

  • প্রকাশিতঃ বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৮১ বার পঠিত

ক্যাপশনঃ- ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বীর মুক্তিযোদ্ধার আবুবকর সিদ্দিকের বসতঘর দু’টি পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আর্থিক অনুদান ও অন্যানয় সহায়তা তুলে দেন।

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ দক্ষিণপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বীর মুক্তিযোদ্ধা আবুবকর সিদ্দিকের পরিবার। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট এই অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।
ঘটনাটি ঘটে গত সোমবার (২১ এপ্রিল) দুপুরে। যোহরের নামাজ আদায়ের জন্য মসজিদে যান আবুবকর সিদ্দিক। নামাজ শেষে বাড়ি ফিরে এসে দেখেন, তার ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায় এবং দ্রুত খবর দেওয়া হয় বুড়িচং ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে দুইটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
অগ্নিকাণ্ডে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, আসবাবপত্রসহ সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন আবুবকর সিদ্দিক। তিনি বলেন, “আমার জীবনের সব সঞ্চয় আগুনে পুড়ে গেছে, আমি এখন নিঃস্ব।”
এই ঘটনায় দ্রুত সাড়া দিয়ে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রাথমিক আর্থিক অনুদান ও অন্যান্য সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এই সহায়তা তুলে দেন।
ইউএনও মাহমুদা জাহান বলেন, “অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বীর মুক্তিযোদ্ধার পরিবারকে প্রাথমিকভাবে আর্থিক অনুদান ও বিভিন্ন সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তীতে তাদের আরও সহযোগিতা প্রদান করা হবে।”
এই সহানুভূতিশীল উদ্যোগে স্থানীয় জনগণ কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবার দ্রুত পুনরায় ঘুরে দাঁড়াতে পারে, এমনটাই প্রত্যাশা সবার।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD