1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের সহায়তায় বিভিন্ন আঞ্চলিক সংগঠনের হেল্পডেস্ক - Dainik Cumilla
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকাস্থ বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা-৯ নির্বাচনি আসন পুনর্বহাল ও খসড়া বাতিল দাবিতে মহাসড়ক অবরোধ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে নাঙ্গলকোটে বিএনপির বিজয় র‌্যালী বুড়িচংয়ে মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত: অভিযুক্ত ২ জন গ্রেপ্তার নাঙ্গলকোটে ইউপি সদস্য আলাউদ্দিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন আগামী দিনের বাংলাদেশ কীভাবে চলবে তা নির্বাচিত সংসদ সদস্য ও জনপ্রতিনিধিরাই ঠিক করবেন: ডা. জাহিদ হোসেন জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে লাকসামে জামায়াতের গণমিছিল বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ চৌদ্দগ্রামে জুলাই শহীদ জামশেদ ও মাওলানা শাহাদাতের কবর জিয়ারত করলো জামায়াত নাঙ্গলকোটে বৃষ্টিতে ভিজে জামায়াতের গণমিছিলে জনতার ঢল চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের সহায়তায় বিভিন্ন আঞ্চলিক সংগঠনের হেল্পডেস্ক

  • প্রকাশিতঃ শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১২০ বার পঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন আঞ্চলিক ও বিভাগীয় শিক্ষার্থী সংগঠনগুলো।

আজ শনিবার (১৯ এপ্রিল) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘সি’ এবং ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় দিনভর ধরে কর্মযজ্ঞ ছিল এ সংগঠনগুলো।
সরে জমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের মূল ফটক জুড়ে বিভিন্ন অংশে আঞ্চলিক সংগঠনের ‘হেল্প ডেস্ক’ ও ‘তথ্য কেন্দ্র ’নামে বুথ বসান। সেখানে বিভিন্ন প্রান্তে থেকে আসা শিক্ষার্থীদের তথ্য সরবরাহ ও সাথে আসা অভিভাবকদের জন্য বিশ্রাম, সুপেয় পানিসহ শরবতের ব্যবস্থা করেন। এতে পরীক্ষার্থীরা যেমন উপকৃত হয়েছে, তেমনি অভিভাবকদের মাঝেও স্বস্তি ফিরেছেন বলে জানিয়েছেন অভিভাবকরা।

খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, লক্ষ্মীপুর ও দেবিদ্বারসহ বিভিন্ন আঞ্চলিক ও বিভাগীয় সংগঠনগুলো শিক্ষার্থীদের সহায়তায় নিজেদের ব্যানারে সেবা প্রদান করেছে। কেন্দ্রের বাইরে টেন্ট বসিয়ে সক্রিয় ছিল জেলা ও বিভাগভিত্তিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশনগুলো। এছাড়াও এসব সংগঠনের স্বেচ্ছাসেবকরা পরীক্ষা শুরুর আগেই পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে সহায়তার পাশাপাশি মেডিকেল সার্ভিস ও বিশ্রামে ব্যবস্থা ছিল প্রশংসনীয়।

লক্ষ্মীপুর থেকে আসা এক অভিভাবক জনাব হাকিম বলেন, এ আঞ্চলিক সংগঠনগুলো যে ধরনের উদ্যােগ নিয়েছে তা প্রশংসনীয়। আমরা যারা দূর দূরান্ত থেকে এসেছি খুব আন্তরিকতার সঙ্গে তাদের সহায়তা পেয়েছি। শিক্ষার্থীদের কার্যক্রম আমাদের ভালো লেগেছে।

লক্ষ্মীপুর স্টুডেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিরাজুর রহমান তামিম বলেন, লক্ষ্মীপুর থেকে আসা শিক্ষার্থীদের সাথে অভিবাকদের জন্য বিশ্রাম এবং পানির ব্যবস্থা করেছি। গতকাল থেকে শিক্ষার্থীদেরকে আসার জন্য গাইডলাইন এবং আবাসনসহ খাবার ব্যবস্থা করেছি। পরীক্ষাকে কেন্দ্র করে সামনের দিনগুলোতে আমাদের কার্যক্রম চলমান থাকবে।
দেবিদ্বার ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ওবায়েদুল্লাহ খান বলেন, শিক্ষার্থীদের ভর্তির কার্যক্রম থেকে শুরু করে আবাসন, টিউশনি ও ব্লাড ব্যবস্থাসহ ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক প্রোগ্রাম আয়োজন করে থাকি। এবার ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সাথে আসা অভিভাবকদের জন্য বিশ্রামের ব্যবস্থা এবং সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD