1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের সহায়তায় বিভিন্ন আঞ্চলিক সংগঠনের হেল্পডেস্ক - Dainik Cumilla
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের সহায়তায় বিভিন্ন আঞ্চলিক সংগঠনের হেল্পডেস্ক

  • প্রকাশিতঃ শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৪০ বার পঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন আঞ্চলিক ও বিভাগীয় শিক্ষার্থী সংগঠনগুলো।

আজ শনিবার (১৯ এপ্রিল) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘সি’ এবং ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় দিনভর ধরে কর্মযজ্ঞ ছিল এ সংগঠনগুলো।
সরে জমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের মূল ফটক জুড়ে বিভিন্ন অংশে আঞ্চলিক সংগঠনের ‘হেল্প ডেস্ক’ ও ‘তথ্য কেন্দ্র ’নামে বুথ বসান। সেখানে বিভিন্ন প্রান্তে থেকে আসা শিক্ষার্থীদের তথ্য সরবরাহ ও সাথে আসা অভিভাবকদের জন্য বিশ্রাম, সুপেয় পানিসহ শরবতের ব্যবস্থা করেন। এতে পরীক্ষার্থীরা যেমন উপকৃত হয়েছে, তেমনি অভিভাবকদের মাঝেও স্বস্তি ফিরেছেন বলে জানিয়েছেন অভিভাবকরা।

খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, লক্ষ্মীপুর ও দেবিদ্বারসহ বিভিন্ন আঞ্চলিক ও বিভাগীয় সংগঠনগুলো শিক্ষার্থীদের সহায়তায় নিজেদের ব্যানারে সেবা প্রদান করেছে। কেন্দ্রের বাইরে টেন্ট বসিয়ে সক্রিয় ছিল জেলা ও বিভাগভিত্তিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশনগুলো। এছাড়াও এসব সংগঠনের স্বেচ্ছাসেবকরা পরীক্ষা শুরুর আগেই পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে সহায়তার পাশাপাশি মেডিকেল সার্ভিস ও বিশ্রামে ব্যবস্থা ছিল প্রশংসনীয়।

লক্ষ্মীপুর থেকে আসা এক অভিভাবক জনাব হাকিম বলেন, এ আঞ্চলিক সংগঠনগুলো যে ধরনের উদ্যােগ নিয়েছে তা প্রশংসনীয়। আমরা যারা দূর দূরান্ত থেকে এসেছি খুব আন্তরিকতার সঙ্গে তাদের সহায়তা পেয়েছি। শিক্ষার্থীদের কার্যক্রম আমাদের ভালো লেগেছে।

লক্ষ্মীপুর স্টুডেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিরাজুর রহমান তামিম বলেন, লক্ষ্মীপুর থেকে আসা শিক্ষার্থীদের সাথে অভিবাকদের জন্য বিশ্রাম এবং পানির ব্যবস্থা করেছি। গতকাল থেকে শিক্ষার্থীদেরকে আসার জন্য গাইডলাইন এবং আবাসনসহ খাবার ব্যবস্থা করেছি। পরীক্ষাকে কেন্দ্র করে সামনের দিনগুলোতে আমাদের কার্যক্রম চলমান থাকবে।
দেবিদ্বার ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ওবায়েদুল্লাহ খান বলেন, শিক্ষার্থীদের ভর্তির কার্যক্রম থেকে শুরু করে আবাসন, টিউশনি ও ব্লাড ব্যবস্থাসহ ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক প্রোগ্রাম আয়োজন করে থাকি। এবার ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সাথে আসা অভিভাবকদের জন্য বিশ্রামের ব্যবস্থা এবং সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD