কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ জন সাধারণ শিক্ষার্থীর বহিষ্কারের প্রতিবাদ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (১৬ এপ্রিল) কুবির প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে গণিত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হান্নান রহিম বলেন, ুকুয়েটের সাধারণ শিক্ষার্থীদের বহিষ্কারের তীব্র নিন্দা জানাচ্ছি। ১৮ ফেব্রুয়ারি যারা হামলার শিকার হয়েছেন, তাদেরই বরং শাস্তি দেওয়া হয়েছে—এটি সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট ও অগ্রহণযোগ্য। কুয়েট কি এখন গাজা হয়ে গেছে? গাজায় যেমন বিচার মেলে না, এখানেও কি তাই হবে?”
তিনি আরও বলেন, ুআমরা কুবির শিক্ষার্থীরা কুয়েট শিক্ষার্থীদের পাশে আছি। দ্রুত তদন্ত করে বহিষ্কার আদেশ প্রত্যাহার ও কুয়েট ভিসির পদত্যাগ চাই।”
ইংরেজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবির বলেন, ুহামলাকারীরা দায় স্বীকার করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। বরং নিরপরাধ শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়েছে। কুয়েট প্রশাসনের এ প্রহসনের বিচার আমরা প্রত্যাখ্যান করি।”
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জামাল হোসেন রাজু বলেন, ুঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর যেভাবে ফ্যাসিস্ট আচরণ করা হচ্ছে, কুয়েটেও একই দৃশ্য দেখা যাচ্ছে। আমরা এমন ফ্যাসিবাদী আচরণের প্রতিবাদ জানাচ্ছি।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে গত ১৪ এপ্রিল রাতে কুয়েটের সিন্ডিকেট সভায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়।