1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় বিপন্ন প্রজাতির লক্ষ্মীপেঁচা উদ্ধার - Dainik Cumilla
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

ব্রাহ্মণপাড়ায় বিপন্ন প্রজাতির লক্ষ্মীপেঁচা উদ্ধার

  • প্রকাশিতঃ বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

 

ব্রাহ্মণপাড়া  প্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিপন্ন প্রজাতির একটি লক্ষ্মীপেঁচা উদ্ধার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার ( ১৫ এপ্রিল ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ লক্ষ্মীপেঁচাটি উদ্ধার করা হয়। পরে রাত ৯টার দিকে লক্ষ্মীপেঁচাটিকে আবাসস্থলের কাছাকাছি নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক ( আউটসোর্সিং ) আশরাফুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি বিভাগের পাশের ময়লা আবর্জনা ফেলার ডাস্টবিনের কাছে লক্ষ্মীপেঁচাটিকে দেখতে পায়। পরে এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের মানুষ পেঁচাটিকে দেখতে ভিড় জমায়।
পরে আশরাফুল ইসলামসহ স্থানীয় কয়েকজন যুবক মিলে পেঁচাটিকে সেখান থেকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারীর তথ্য অনুযায়ী স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুর পাড়ের একটি তাল গাছের ( পেঁচাটির বাসার) কাছাকাছি একটি গাছের উঁচু ডালে রাত নয়টার দিকে অবমুক্ত করা হয়।

অ্যাম্বুলেন্স চালক ( আউটসোর্সিং ) আশরাফুল ইসলাম বলেন, আমি মোটরসাইকেল বের করতে গিয়ে পেঁচাটিকে ময়লার ডাস্টবিনের আবডালে যবুথবু অবস্থায় বসে থাকতে দেখি। পরে এটিকে আমরা কয়েকজন মিলে উদ্ধার করে পেঁচাটির বাসার কাছাকাছি একটি নিরাপদ স্থানে রেখে আসি।

স্থানীয় বাসিন্দা ও প্রাক্তন স্কুল শিক্ষক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, একসময় লক্ষ্মীপেঁচাসহ সব প্রজাতির পেঁচা দেখা যেত। তবে সময়ের ব্যবধানে উঁচু গাছের সংখ্যা দিন দিন কমে যাওয়ায় ও পাখিদের বাস অযোগ্য পরিবেশের কারণে দিন দিনই পেঁচার সংখ্যা কমে যাচ্ছে। পেঁচা প্রাণীটি নিরীহ স্বভাবের। এরা রাতের অন্ধকারে চলাচল করে। এরা ইঁদুর ও পোকামাকড় খেয়ে কৃষকদের উপকার করে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD